বংশালে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডে বৃদ্ধ নিহত, ঢাকা মেডিকেলে ভর্তি আরও ৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৫, ১৩:০৩| আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৪:১৬
অ- অ+

রাজধানীর বংশালের নাজিমুদ্দিন রোডের মাকরোশা মাজার এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় আগুন লেগে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন আরও ৮ জন।

সোমবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ও লালবাগ থেকে দুটিসহ মোট সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ১৮ জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক এক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। বাকিদের মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেলে যারা চিকিৎসাধীন আছেন তারা হলেন— শাকিব (২২), মমতাজ বেগম (৫৫), বুলবুল (৩৭), শিল্পী (৪২), শিশু আহালান (৪), ইকবাল (৪৭), মুশফিকা (২৫) ও রুহুল আমিন (২৬)।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, নাজিমুদ্দিন রোডে একটি পাঁচতলা ভবনের নিচ তলায় আগুনের ধোঁয়ায় ১৮ জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে এলে চিকিৎসক এক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। এর মধ্যে ৮ জন অবজারভেশনে চিকিৎসাধীন আছেন।’

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাবতলি টার্মিনালে আন্তঃজেলা বাস যাতায়াতে আলাদা রাস্তা নির্মাণ করবে ডিএনসিসি
পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
শ্রীপুরে ইজারাদার সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা-দেশীয় অস্ত্রের মহড়া, আহত ২০
সৃষ্টিশীলতার মহড়া দিল মুক্তিসরণি সাহিত্য সংঘ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা