আমেরিকার গণতন্ত্র শক্তিশালী, সহিংসতা থেমে যাবে: বার্নিকাট

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৬, ১৫:৫০| আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৯:৫০
অ- অ+

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফলের প্রতিবাদে দেশটিতে নজিরবিহীন বিক্ষোভ ও সহিংসতার ঘটনা দ্রুত থেমে যাবে বলে আশাবাদী বাংলাদেশে দেশটির রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। গাজীপুরে একটি পোশাক কারখানা পরিদর্শন ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিরতা বা সহিংসতার ঘটনায় বরাবর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সব দলকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দেয়া হয়। বলা হয় শান্তিপূর্ণভাবে নিজেদের মনোভাব প্রকাশের।

তবে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ট্রাম্পের জয়ের পর দেশটিতে নজিরবিহীনভাবে বিক্ষোভে নামে নাগরিকদের একাংশ। বাংলাদেশে আন্দোলনে যে ধরনের নাশকতার ঘটনা ঘটে, প্রায় একই ধরনের চিত্র এবার দেখছে যুক্তরাষ্ট্রও।

বিক্ষোভকারীরা পুলিশের ওপর ককটেল হামলা করেছে, ব্যবসা প্রতিষ্ঠান লুট করেছে, সড়ক অবরোধ করে আগুন ধরিয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। সড়কে অবস্থান নিয়ে যান চলাচলেও বিঘ্ন ঘটানোর চেষ্টা হয়েছে সেখানে।

এসব ঘটনায় পুলিশও পাল্টা ব্যবস্থা নিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে হটাতে পিপার বল ব্যবহার করেছে। কোথাও কোথাও সংঘর্ষও হয়েছে। বার্নিকাটের গাজীপুর সফরে এই বিষয়টি নিয়ে তার কাছে জানতে চান সাংবাদিকরা। তিনি বলেন, ‘আমি এমন এক দেশের নাগরিক যেটি বাক ও সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। এ জন্য আমি গর্বিত। এটা গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে কিছু ঘটনা ঘটছে। এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। তবে আমাদের গণতন্ত্র শক্তিশালী, আশা করি এগুলো দ্রুত থেমে যাবে।’

যুক্তরাষ্ট্রের বাজারে বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি নিয়েও কথা বলেন বার্নিকাট। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জিএসপি ইস্যুতে গত এক বছরে বাংলাদেশের পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ এবং নিরাপত্তার যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে কারখানায় শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার নিয়ে আরও করণীয় আছে।’

ইস্টওয়েস্ট গ্রুপের নার্গিস রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে কারখানা প্রাঙ্গনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজিএমইএ-র সিনিয়র ভাইস চেয়ারম্যান ফারুক হাসান, কারখানা ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ।

অনুষ্ঠানে কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের ১১৪জন শিক্ষার্থীকে বিভিন্ন বিভাগে ছয় মাস মেয়াদী এ শিক্ষা বৃত্তি দেওয়া হয়।

ঢাকাটাইমস/১২নভেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে সংকট হলে ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখায়: দুদু
ঘুমন্ত নগরী
জুলাই মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে: রাশেদ প্রধান 
পদ্মা সেতু দুর্নীতি মামলা: ফের অনুসন্ধানে দুদক, মোশাররফের বিরুদ্ধে অনিয়মের তথ্য উদঘাটন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা