মাদক বিক্রি ছেড়ে আলোর পথে ৩০ জন নারী

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৮:০৩
ফাইল ছবি

মাদক ব্যবসা ছেড়ে আলোর পথে ফিরলেন দিনাজপুরের হিলি সীমান্তের ৩০ জন নারী। রবিবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার মো. হামিদুল ইসলামের কাছে অঙ্গীকারনামা দিয়ে আত্মসমর্পণ করেন তারা। তারা সবাই দিনাজপুরের হাকিমপুর ও ঘোড়াঘাট পৌরসভার বাসিন্দা। এদের মধ্যে হাকিমপুরের ২৪ জন নারী রয়েছেন।

এ উপলক্ষে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল সবুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর পুলিশ সুপার মো. হামিদুল আলম।

বক্তব্য দেন, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু হায়দার মো. ফয়জুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ও হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম।

মাদক ব্যবসায়ী কয়েক নারী জানান, ভালো করে বাঁচতে হবে সেটিই ছিল আমাদের কাছে অজানা। এতদিন আমরা বুঝতে না পেরে জীবনের অর্ধেক সময় ধরে ছিলাম অন্ধকারে। মাদক সেবন ও বিক্রি কেউ ভালো চোখে দেখে না। পুলিশ, র‌্যাবের ভয়ে সব সময় থাকতো হতো আতঙ্কে। পরিবারের ছেলে-মেয়েরা লেখাপড়া করলেও তাদের সহপাঠীরা বাঁকা চোখে দেখতো। টাকা কামাই করেছি ঠিকই, কিন্তু মনে শান্তি ছিল না। তাই আগে আমরা কি করেছি, সেটি আজ বুঝতে পেরে আমরা জীবনকে সুন্দর ও শান্তিতে রাখতে অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে আসার অঙ্গীকার করছি। আজ থেকে আমরা নতুন করে বাঁচবো এবং জীবন শুরু করবো।

পরে এসব নারীদের স্বাবলম্বী করার জন্য ১৫দিন ব্যাপী দর্জি বিজ্ঞান প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

নড়াইলে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

এই বিভাগের সব খবর

শিরোনাম :