রংপুরের শ্যামা সুন্দরী খাল পরিচ্ছন্নতার কাজ শুরু করবে বিডি ক্লিন

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রংপুর নগরীর শ্যামা সুন্দরী খাল পরিচ্ছন্নতার কাজ শুরু করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।
শনিবার (১১ মে) সকালে শেখ রাসেল স্টেডিয়ামে শপথ অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হবে।
১৬ কিলোমিটার দীর্ঘ খালটির মধ্যে নগরীর চেকপোস্ট থেকে শাপলা চত্বর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় এক হাজার স্বেচ্ছাসেবক পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। এরমধ্যে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক ও ঢাকাসহ দেশের অন্যান্য স্থান থেকে আরও পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক এই কার্যক্রমে অংশ নেবেন।
বৃহস্পতিবার রংপুর সিটি কর্পোরেশনের হলরুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
সংবাদ সম্মেলনে বলা হয়, মানবসৃষ্ট বর্জ্যে নগরীর বুক চিড়ে প্রবাহিত প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ শ্যামাসুন্দরী খালটি ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। খালের প্রশস্ততাও কমে গেছে। খালের জমি দখল করে কিছু কিছু দখলদার বাড়িঘর নির্মাণ করেছে। আমরা বেশ কিছু বাড়ি-ঘর ভেঙ্গে খালের জায়গা উদ্ধার করেছি। কিছু দখলদার মামলা করায় আপাতত উদ্ধার অভিযান বন্ধ রয়েছে।
সংবাদ সম্মেলনে শ্যামাসুন্দরী খালের আশপাশে বসবাসরত নাগরিকদের উদ্দেশ্যে মেয়র বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের পর কেউ যদি খালটির পরিবেশ নষ্ট করে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি নগরীর পরিবেশ রক্ষায় শ্যামাসুন্দরী খালে ময়লা-আর্বজনা না ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে মেয়র জানান, রংপুরের ঐতিহ্য শ্যামাসুন্দরী খালটির সৌন্দর্য বর্ধন ও পানির প্রবাহ নিশ্চিত করতে ইতোমধ্যে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। তারা প্রকল্পের প্রোফাইলটি হস্তান্তর করলে তা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হক মৃধা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী, প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু ও কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৯মে/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন