লক্ষ্মীপুরে স্কাউট ক্যাম্পে ছাত্রলীগের হামলায় আহত তিন

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৫

লক্ষ্মীপুর সরকারি কলেজে রোভার স্কাউট প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালিয়েছে কলেজ শাখার ছাত্রলীগ কর্মীরা। এসময় জেলার সিনিয়র রোভারমেট মো. হাসানসহ তিন প্রশিক্ষণার্থী আহত হয়েছেন।

শনিবার দুপুরে প্রশিক্ষণ চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান সম্মান শ্রেণির তৃতীয় বর্ষের ছাত্র সিনিয়র রোভারমেট হাসান মাহমুদ সাকিল, একই বিভাগের ছাত্র স্কাউট সদস্য হিমেল, ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র সহেল মো. শাহিন। গুরুতর আহত শাহিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে এ হামলার প্রতিবাদে রোভার স্কাউট এর প্রশিক্ষাণার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে চার দিন ব্যাপী প্রশিক্ষণের শেষ দিন ছিল শনিবার। মাঠে ক্যাম্প চলাকালনী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রলীগ কর্মী বাঁধন ও পিয়াস ক্যাম্পে এসে স্কাউটের প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করে। এসময় রোভার সদস্যরা বাধা দিলে ছাত্রলীগ কর্মী বাঁধন ও পিয়াস চলে যায়। পরে তারা ১৫/২০জন বহিরাগত ছাত্রলীগ কর্মীদের নিয়ে এসে স্কাউট ক্যাম্পে হামলা চালায়।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :