যাপন
ভেসলিন না অলিভ অয়েল!

রিমার পায়ের ত্বক রুক্ষ হয়ে যাচ্ছে। ফাটলেরও লক্ষণ দেখা দিয়েছে। তা প্রতিরোধে তিনি অলিভ অয়েল মাখছিলেন। কিছুদিন পর তার বন্ধু সালমা জানায়, অলিভ অয়েলের চেয়ে ভেসলিন দিলে ভালো ফলাফল পাওয়া যাবে। এখন রিমা ভেসলিন দিচ্ছেন।
বর্ষপঞ্জিতে এখন শীতকাল। এসময় অনেকেরই ত্বক শুষ্কব, রুক্ষ ও অনুজ্জ্বল হয়ে যায়। রিমার মতো এমন অনেকেই জানেন না শীতে ত্বকের যত্নে কী করতে হবে। কী মাখতে হবে। কেউ মাখেন ভেসলিন, কেউ অলিভ অয়েল, কেউবা গ্লিসারিন।
আসল কোনটা ব্যবহার করতে হবে- এ বিষয় জানতে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম থেকে যোগাযোগ করা হয় রূপ ও ত্বক বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতার সঙ্গে। হারমনী স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালনের এই কর্ণধার বলেন, ‘এগুলোর ব্যবহার আসলে ভিন্ন ভিন্ন। সময় বুঝে এগুলো ব্যবহার করলে আলাদা আলাদা উপকার পাওয়া যাবে। যেমন, গোসল করে হাত-পা-মুখে অলিভ অয়েল মাখা ভালো। ঘুমুতে যাওয়ার আগে পায়ের গোড়ালিতে ভেসলিন মাখা উচিৎ। সেই সময় ঠোঁটে গ্লিসারিন মাখলে উপকার পাওয়া যাবে।’
গ্লিসারিনের আরো কিছু ব্যবহার সম্পর্কে জানালেন রাহিমা সুলতানা রীতা। এ প্রসঙ্গে ঢাকাটাইমসকে বললেন, ‘হালকা কুসুম গরম পানিতে গোলাপ জল কয়েক ফোঁটা মিশিয়ে সঙ্গে গ্লিসারিন দিয়ে গোসল করলে শরীরের আর্দ্রতা ঠিক থাকে। শুষ্ক ত্বকের জন্য এটা অনেক ভালো ফল দেয়।’
ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/এমইউ/টিএমএইচ

মন্তব্য করুন