আনিসুল হকের ‘মা’-এর ১৪ বছর

মাহমুদ উল্লাহ, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৬, ১০:৫১

আনিসুল হকের ‘মা’ উপন্যাস প্রকাশের ১৪ তম বাষির্কী এই বিজয়ের মাসেই। একে স্বরণীয় করে রাখতে যাকে কেন্দ্র করে উপন্যাসটি তৈরি হয়েছে সেই মুক্তিযুদ্ধের শহীদ আজাদকে নিয়ে ‘আজাদের মা আমাদের মা’ শিরোনামে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

২৯ ডিসেম্বর বৃহস্পতিবার নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর আহ্বানে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে লেখক আনিসুল হকের সুহৃদেরা। সেখানে আনিসুল হককে সম্মান জানানোর পাশাপাশি ‘শহীদ আজাদের মা’ নামে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মোস্তফা সরয়ার ফারুকীসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছিল শহীদ আজাদের ছবি ও ব্যবহৃত জিনিস নিয়ে প্রদর্শনী। চিরকুট ব্যান্ডের গান দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আয়োজন উপলক্ষে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘আনিস যদি না লিখতো, তাহলে আমরা আজাদের মাকে পেতাম না। সে অনেক বড় একটি কাজ করেছে। আমাদের প্রজন্মের যারা মুক্তিযুদ্ধ করেছে, আমরা যেকথা বলতে পারিনি, আনিসুল হক এই উপন্যাসের মাধ্যমে আমাদের হয়ে তা বলেছে। কৃতজ্ঞতা নয়, তার প্রতি ভালোবাসা।’

‘মা’ উপন্যাসের লেখক আনিসুল হক বলেন, ‘বাচ্চু ভাইকে ধন্যবাদ। তার কারণেই আমি গল্পটি লিখতে পেরেছি। তিনি প্রথমে আমাকে আজাদের মার জীবনী নিয়ে একটি নাটক লিখতে বলেন। কিন্তু পরে আমি উপন্যাস লিখি।’

অনুষ্ঠানের এক পর্যায়ে অধ্যাপক আনিজ্জামান লেখক আনিসুল হককে উত্তরীয় পরিয়ে দেন। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আনিসুল হকের মা উপন্যাস পড়ে অশ্রু সংবরণ করা কষ্টকর। আমি ও আমার স্ত্রী দুজনেই কেদেছিলাম। ৭১ এর মুক্তিযুদ্ধকে অনুধাবন করতে হলে এই বই পড়তে হবে। এটি একটি অসাধারণ উপন্যাস। আমি আশা করি এটি আরও অনেক ভাষায় অনুবাদ হবে। এসব সৃষ্টিশীলতার মাধ্যমে মুক্তিযুদ্ধকে অনেক ভালোভাবে জানা যাবে।’

আনিসুল হকের লেখা মা উপন্যাস প্রথম প্রকাশিত হয় ২০০২ সালে প্রথম আলোর ঈদ সংখ্যায়। ২০০৩ সাল থেকে ১৪ বছরে সময় প্রকাশনের ‘মা’ এর মুদ্রণসংখ্যা ৬৯ হাজার ছাড়িয়ে গেছে। বাংলার পাশাপাশি ওডিশা, স্প্যানিশ, ইংরেজি ভাষায়ও প্রকাশিত হয়েছে উপন্যাসটি। কলকাতায় প্রকাশিত হয়েছে আলাদা সংস্করণ। সুইডিশ ভাষায় অনূদিত হয়ে প্রকাশের অপেক্ষায় রয়েছে। সময় প্রকাশন প্রথম থেকেই বইটির অনলাইন সংস্করণ উন্মুক্ত করে রেখেছে।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এমইউ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :