‘ক্ষুদে শিক্ষার্থীরাই দেশের সম্পদ’

এস.এম. ইউসুফ উদ্দিন, রাউজান
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০১৭, ২২:৩৯

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ক্ষুদে শিক্ষার্থীরা দেশের সম্পদ, তাদের পরিচর্যার মাধ্যমে গড়ে তুলতে হবে।

বুধবার দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলার ১৮২টি সরকারি প্রাথমকি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দুপুরের টিফিন বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কয়েক শিক্ষার্থীর হাতে টিফিন বক্স তুলে দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, শিক্ষার্থীরাই দেশের সম্পদ। যথাযথ পরিচর্যার মাধ্যমে তাদের গড়ে তোলা গেলে দেশ একদিন উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছবে।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষাখাতে এ সরকার সর্বোচ্চ বাজেট রেখেছে। যা আগের তুলনায় অনেকগুণ বেশি। এ সরকারের আমলেই শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টিফিন ব্যবস্থা করার দৃষ্টান্ত স্থাপন হয়েছে।

এসময় প্রাথমিক শিক্ষকদের উদ্দশ্যে তিনি বলেন, আপনাদের আরও আন্তরিক হতে হবে। শিক্ষার্থীদের স্কুল মুখী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাহলে জ্ঞানী ছাত্র উঠে আসবে। জ্ঞানী মানুষ বাড়লে দেশও উন্নতির চরম শিখরে পৌঁছাবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করমি চৌধুরী। অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শেখ আজহার আলী।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহসানুল হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেযার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাছরিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ও চৌধুরী আব্দুল আল মামুন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, জমির উদ্দিন পারভেজ, নূর মোহাম্মদ, ফোজিয়া খনম মিনা প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :