এমন বৃষ্টি চায়নি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৭, ০৯:৫৮| আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১০:০৭
অ- অ+

সময় বড় অদ্ভুত। কখনো পক্ষে, কখনো বিপক্ষে! একটা সময় ছিল যখন বৃষ্টি মানেই আকরাম খান, হাবিবুল বাশারদের জন্য ছিল স্বস্তি। সেই দিন ‘গিয়াছে হায়’। এখন বেশিরভাগ টেস্ট কিংবা ওয়ানডেতে বৃষ্টি মানেই বাংলাদেশর জন্য অস্বস্তি। এই যেমন ক্রাইস্টচার্চ টেস্ট। এমন একদিনে এখানে বৃষ্টি হল, যে দিনটা বাংলাদেশের জন্য খুব দরকারি ছিল।

বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা পণ্ড হওয়ার পর টেস্টের ভাগ্য নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। একটা দিন নষ্ট হয়ে গেলে সেই টেস্ট ‘ড্র’ হওয়ার পথেই হাঁটে। কিন্তু খেলা যদি হয় লড়াকুদের, তাহলে আগেভাগে তার শেষ বলে দেয়া যায় না।

গতকাল শেষ বিকেলে বাংলাদেশ প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নেয়। তাতে তাদের স্কোর ৭ উইকেটে ২৬০। এখনো ২৯ রানে পিছিয়ে কিউইরা। টেস্টের সকালগুলো সাধারণত খুব বিপজ্জনক হয়। নতুন বলের সামনে অধিকাংশ সময় উইকেট যায়। বাংলাদেশ আজ সেই সুযোগটা হারালো।

তার মানে আর বাকি আছে দুই দিন। দিন একটা চলে যাওয়ায় ম্যাচের ভাগ্য ছোটো একটি সময়ের ওপর নির্ভর করছে। আর সেটা হতে পারে চতুর্থদিনের প্রথম সেশন।

নিউজিল্যান্ডের অপরাজিত ব্যাটসম্যানরা এই সেশন পার করে দিলেই ‘ড্র’র দিকে হাঁটবে ম্যাচ। তারা অন্তত লাঞ্চের আগে আউট হতে চাইবে না। আর সেটা হয়ে গেলে বাংলাদেশের পঞ্চমদিন পর্যন্ত অবশ্যই ব্যাট করতে হবে। ছাড়ার আগে অন্তত ২০০ রানের টার্গেট দিতে হবে। যেটা করতে করতে করতে সময় পেরিয়ে যাবে বলেই অনুমান করা যায়।

অনুমানের ফাঁকে ভুলে গেল চলবে না, এই সফরে বাংলাদেশ ‘তাসের ঘর’ দেখছে বারবার।

অতএব সাবধান!

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস ২৮৯ (৮৪.৩ ওভার)

তামিম ৫, সৌম্য ৮৬, রিয়াদ ১৯, সাকিব ৫৯, সাব্বির ৭, শান্ত ১৮, সোহান ৪৭, মিরাজ ১০; বোল্ট ৪/৮৭, সাউদি ৫/৯৪, ওয়াগনার ১/৪৪

নিউজিল্যান্ড প্রথম ইনিংষ ২৬০/৭ (৭১.০ ওভার)

ল্যাথাম ৬৮, টেইলর ৭৭, নিকোলাস ৫৬*, স্যান্টনার ২৯, সাউদি ৪*; তাসকিন ১/৬৪, মিরাজ ১/৫১, রাব্বি ২/৪৮, রুবেল ০/৫৪, সাকিব ৩/৩২

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা