ভৈরবের শিমুলকান্দি বাল্যবিয়ে মুক্ত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৭, ১৬:২৭

‘বাল্যবিবাহ অভিশাপ বাঁচাও আমার শৈশব’ এ স্লোগানে কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। শিমুলকান্দি ইউনিয়নের বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষার্থীরা শপথ বাক্য পাঠ করেন।

সোমবার দুপুর ১২টায় বাল্যবিবাহ মুক্ত ঘোষণার লক্ষ্যে মুক্ত আলোচনা সভা হয়েছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন- ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ, কিশোরগঞ্জ জেলা সহকারী কমিশনার শরীফ আহমেদ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. আছমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বোদন তৈয়বা, সমবায় কর্মকর্তা সন্ধ্যা রানী, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা পারভিন প্রমুখ।

শিক্ষার্থী শ্রাবন্তী তার বক্তব্যে বলেন, বাল্যবিয়ের মত বিষাক্ত গ্রাস থেকে আমাদের মুক্ত দাও। আমি সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ দিতে হবে।

শিমুলকান্দি ডিগ্রি কলেজ শিক্ষার্থী সালমা বেগম বলেন, শহরে তুলনায় গ্রামে বাল্যবিয়ে ঘটে থাকে। বাল্যবিয়ে রোধে পিতা-মাতাকে সচেতন হতে হবে।

ইমাম সমাজের পক্ষে হাজী রফিকুল ইসলাম বলেন, দেশের সকল ক্ষেত্রে নারীদের বিচরণ রয়েছে। এখন তোমাদের ও সামনে দিকে এগিয়ে যেতে হবে। তোমাদের ভবিষ্যৎ জীবন গড়তে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ বক্তব্য বলেন, জন্মনিবন্ধন করার ক্ষেত্রে চেয়ারম্যানদের নজর দিতে হবে। কারণ বাল্যবিয়ে রোধে জন্ম নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, বাল্যবিয়ে সমাজে একটি ব্যাধি ও অভিশাপ। এ ব্যাধি দূর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের বাল্যবিয়ে রোধে কাজ করে যাচ্ছি। আগামী সময়ে দেশের শিক্ষিত জাতি হিসাবে গড়ে তুলতে হলে নারীদের শিক্ষিত হতে হবে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :