ফরিদপুরের বিভিন্ন স্থানে সরস্বতী পূজা পালিত হচ্ছে

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০৮

হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা ফরিদপুরের শহরের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে। বুধবার সকাল ১০টা থেকেই এই দিব্যার দেবী সরস্বতী পূজা পালন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতেও এ পূজা অনুষ্ঠিত হয়। গত কয়েকদিন ধরে পূজার প্রস্তুতি গ্রহণ করে।

হিন্দুধর্ম মতে, সরস্বতী বিদ্যার দেবী। হিন্দু শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় প্রতিবছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করেন। পূজা উপলক্ষে ফরিদপুরে হিন্দু শিক্ষার্থীদের মাঝে চলছে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ উপলক্ষে জেলার সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, সরকারি গালর্স স্কুল, জেলা স্কুল, বোয়ালামারী জজ একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।

সরকারি রাজেন্দ্র কলেজের ভিপি কাউছার আকন্দ বলেন, এবারের স্বরস্বতী পূজা বড় পরিষরে আয়োজন করেছি আমরা।

তিনি বলেন, রাজেন্দ্র কলেজসহ জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই পূজা পালন করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :