ইসি নিয়ে এখনই মন্তব্য নয়: সিপিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৭
অ- অ+

প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ করা নতুন নির্বাচন কমিশন নিয়ে আগাম প্রতিক্রিয়া জানাতে চাচ্ছে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মঙ্গলবার নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে দলীয় প্রতিক্রিয়া জানাতে গণমাধ্যমে বিবৃতি পাঠায় সিপিবি। এতে দলটির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছেন। নির্বাচন কমিশন নিয়োগ দেয়ার প্রক্রিয়াটি আইনী কাঠামোর নিয়ন্ত্রণের বাইরে সম্পাদিত হওয়ায় তা ষোল আনাই নির্ভরশীল ছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী গঠিত সার্চ কমিটির ৬ জন সদস্যের ব্যক্তিগত বিবেচনা ও তাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ওপর।’

নেতারা বলেন, ‘ব্যক্তিগত বিবেচনা ও পছন্দ-অপছন্দের ভিত্তিতে কোনো সংস্থা গঠিত হলে তার কাজকর্ম সম্পর্কে আগাম মূল্যায়ন করা দুষ্কর। তাই নির্বাচন কমিশন সম্পর্কে সিপিবি আগাম মূল্যায়নমূলক মন্তব্য করতে পারছে না। নির্বাচন কমিশন ভবিষ্যতে কেমনভাবে তার দায়িত্ব পালন করে তা দেখেই সিপিবি তার মূল্যায়ন জানাবে।’

তারা আরও বলেন, ‘সিপিবি আন্তরিকভাবে আশা করবে যে, নতুন নির্বাচন কমিশন তার মেরুদণ্ড শক্ত রেখে অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য তার ওপর অর্পিত দায়িত্ব যথার্থরূপে পালন করবে। সিপিবি আরও আশা করে যে, সরকার সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশন নিয়োগ বিষয়ে আইনগত কাঠামো প্রণয়নের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাক্রমে অবিলম্বে পদক্ষেপ নেবে।’

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা