গাজীপুরে মামলায় ফাঁসিয়ে জমি দখলের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৩৩

গাজীপুরের কাপাসিয়ায় একটি নিরীহ পরিবারের পাঁচ ভাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের জমি জবরদখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ সশস্ত্র ভাড়াটে লোক বসিয়ে রেখে জমিতে নির্মাণকাজ করছে।

এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে শান্তিপূর্ণ সহাবস্থানের দাবি করছে এলাকাবাসী।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায়, কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার বাজারের পাশের ওই জমিতে কফিল উদ্দিন সিকদার গং যুগ যুগ ধরে ভোগদখলে ছিলেন। কফিল উদ্দিনের মৃত্যুর পর তার পাঁচ ছেলে সিদ্দিকুর রহমান, মোস্তাফিজুর রহমান, মোখলেছুর রহমান, সাইফুল ইসলাম ও মোজাম্মেল হক ওই জমির এক পাশে দোকানপাট ও স’ মিল স্থাপন করেন।

এক পর‌্যায়ে তাদের নামে ‘মিথ্যা’ মামলা দিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করায় প্রভাবশালী প্রতিপক্ষ। পরে সশস্ত্র লোকজন বসিয়ে রেখে দিনদুপুরে ওই জমি জবরদখলের উদ্দেশ্যে সীমানা দেয়াল নির্মাণ করছে। অন্য তিন ভাই মামলা-হামলার ভয়ে জমিতে প্রবেশ করতে পারছেন না।

বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনে একাধিকবার আবেদন-নিবেদন করেও তাদের পৈতৃক সম্পত্তি রক্ষা করতে পারছেন না বলে অভিযোগ করছে ভুক্তভোগী পরিবার। এ অবস্থায় মিথ্যা মামলার হয়রানি বন্ধ ও দখলকৃত সম্পত্তির বিরোধ নিষ্পত্তির জন্য ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারটি।

তবে প্রতিপক্ষের লোকজনের দাবি, ওয়ারিশসূত্রে তারা ওই জমির মালিক। তাই নিজেদের জমিতে নির্মাণকাজ করছেন তারা।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, জমি ও আর্থিক লেনদেন নিয়ে ওই দুই পরিবারের বিরোধ দীর্ঘদিনের। জমিতে নির্মাণকাজ শুরু করলে পুলিশ তাদের নিষেধ করেছে। প্রতিপক্ষের করা একটি মারামারির মামলায় সিদ্দিক ও মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

পাবনায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা,, আহত ১০

রাজশাহীর কোন আম কবে বাজারে আসবে

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :