আইপিইউ সম্মেলনে বাংলাদেশের সাফল্যগাথা প্রদর্শনী হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৩ | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৩

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে বাংলাদেশকে শোকেজ (প্রদর্শনী) করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ‘ওই সম্মেলনে বিশ্বকে দেখানো হবে বাংলাদেশের সাফল্যগাঁথা। বাংলাদেশ যে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল সেটি ওই সম্মেলনে প্রদর্শিত হবে।’

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সম্মেলন প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘২০১৪ সালে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সেটি যে বিশ্বের সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং সেই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই তার প্রমাণ হচ্ছে আইপিইউ এবং সিপিএ। বিশ্বের এই দুই সংস্থারই প্রধান হচ্ছে বাংলাদেশ। একজন হচ্ছেন সাবের হোসেন চৌধুরী এবং অপরজন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।’

মন্ত্রী বলেন, ‘আইপিইউ এর ১৩৬তম সম্মেলন হবে বাংলাদেশে। ১ এপ্রিল থেকে শুরু হয়ে ৫ এপ্রিল পর্যন্ত চলবে ওই সম্মেলন। বিশ্বের আইপিইউভুক্ত দেশগুলোর স্পিকার এবং সংসদ সদস্যসহ প্রায় এক হাজার ৫০০ জন প্রতিনিধি ওই সম্মেলনে যোগ দেবেন। বাংলাদেশ প্রথম বারের মতো এই সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।’

ওই সম্মেলনে বাংলাদেশের অর্জন ও সাফল্য প্রদর্শন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্ব দেখবে আসলেই বাংলাদেশ মিরাকল। উন্নয়নে বাংলাদেশ অভাবনীয় সাফল্য দেখিয়েছে। পুরো বাংলাদেশের একটি প্রামাণ্য চিত্র ওই সময় প্রদর্শন করা হবে। এতে বাংলাদেশের ঐতিহ্য, অর্জন, সংস্কৃতি উপস্থাপনের জন্য উৎপাদিত বস্ত্র ও পাটজাতপণ্য, সোলার প্যানেল, আইসিটির অগ্রগতি, কমিউনিটি ক্লিনিক মডেল এবং মা ও শিশু স্বাস্থ্যের অগ্রগতি, জামদানি, তাঁত, মসলিন, সিল্ক, সিরামিকের পণ্য, গার্মেন্টেস, লেদার, পার্ল, ও উপজাতীয়দের ঐতিহ্যবাহী পণ্য সামগ্রীসহ অন্যান্য দেশীয় পণ্য/দ্রব্যাদির সহযোগে এক প্রদর্শনী/ মেলার আয়োজন করা হবে। প্রদর্শনী আয়োজনের মূল উদ্দেশ্য হবে বিদেশি অভ্যাগতদের সামনে বাংলাদেশের অর্জন, সংস্কৃতি ও পণ্য সম্ভারকে তুলে ধরা, বলেন মন্ত্রী।

(ঢাকাটাইমস/২৩ফেভ্রুয়ারি/এমএম/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :