মিয়ানমারের নির্যাতন থেকে বাচঁতে চায় বাংলাদেশি জেলেরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৭, ২২:২৩

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) নির্যাতন থেকে বাচঁতে চায় বাংলাদেশি জেলেরা। দীর্ঘদিন ধরে বিজিপি কর্তৃক বাংলাদেশি জেলেদের অপহরণ, জাল, মাছ ও নৌকাসহ ধরে নিয়ে বিভিন্ন ধরনের নিযার্তনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় জেলে ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

সোমবার বিকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং স্টেশন চত্বরে স্থানীয় জেলে ও কাঁকড়া আহরণকারী সমন্বয় কমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন সভাপতি মোহাম্মদ আলম। এ মানববন্ধনে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের নারী-পুরুষ এবং এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য দেন-টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, মুহাম্মদ তাহের নঈম, নুরতাজুল মোস্তফা শাহীনশাহ, কমিটির সদস্য ও মাছ ব্যবসায়ী নুরুল ইসলাম বাবুল, শামসুল আলম সওদাগর, জেলে আজগর আলী, ফরিদ আলম, মো. কফিল উদ্দিন, মোহাম্মদ হোসেন, দেলোয়ার হোসেন, সৈয়দ হোসেন প্রমূখ।

সভাপতি মোহাম্মদ আলম বলেন, সম্প্রতি সময়ে নাফনদীতে মাছ শিকারে যাওয়া বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায় বিজিপি। এরপর তাদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে অনেককে কারাগারে পাঠিয়ে দিয়েছে। আবার স্থানীয় দালালের মাধ্যমে মুক্তিপণ দিয়ে ফেরত আসে অনেক জেলে। এর ভয়ে এখনো বাংলাদেশি জেলেরা নাফনদীতে মাছ শিকারে যেতে ভয় পায়। কেননা বিজিপি বাংলাদেশের জলসীমা অতিক্রম করে নাফ নদী থেকে আন্তর্জাতিক আইন লঙ্গন করে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায়।

এ প্রসঙ্গে টেকনাফ ২ বিজিবির উপঅধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, বিজিপির এমন কর্মকাণ্ডে আমাদের পক্ষ থেকে কড়া প্রতিবাদ করা হয়েছিল। বিজিবির প্রচেষ্টায় ইতিমধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়েছে। যারা সেদেশের কারাগারের আটকা রয়েছেন তাদেরকেও ফেরত আনার প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/০৬মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

হালুয়াঘাট সীমান্তে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ কৃষক নিহত

এমভি আব্দুল্লাহ কুতুবদিয়ায় নোঙর করবে বিকালে

হরিণাকুন্ডুতে এসএসসিতে ফেল করায় কিশোরীর আত্মহত্যা

পাবনায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা, আহত ১০

রাজশাহীর কোন আম কবে বাজারে আসবে

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

এই বিভাগের সব খবর

শিরোনাম :