বঙ্গবন্ধু সম্পর্কে জানলে দেশপ্রেম বাড়বে: দোলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৬:৩৫ | প্রকাশিত : ১৭ মার্চ ২০১৭, ১৪:৩৬

শিশুদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার পরামর্শ দিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক ‘এই সময়’ এর সম্পাদক আরিফুর রহমান দোলন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সম্পর্কে জানলে দেশপ্রেম বাড়বে। তাই তোমাদের বঙ্গবন্ধু সম্পর্কে ভালোভাবে জানতে হবে।’

শুক্রবার দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামের বেগম শাহানারা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন, ছড়া ও গান প্রতিযোগিতায় এ কথা বলেন একাডেমিটির প্রতিষ্ঠাতা দোলন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ঢাকাটাইমস সম্পাদক বলেন, ‘যার নেতৃত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছি। যার জন্ম না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না, তার আদর্শকে আমাদের ধারণ করতে হবে। আর বঙ্গবন্ধুর আদর্শ হলো সোনার বাংলা গড়া, দেশের মানুষ ও মাটিকে ভালোবাসা। শিশুরা যেন সেই শিক্ষা পায়, এই প্রতিষ্ঠান ও শিশুদের পরিবারকে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।’

কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দোলন বলেন, ‘বঙ্গবন্ধু টুঙ্গিপাড়া থেকে সারাদেশ ঘুরে কীভাবে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করে একটি দেশ উপহার দিয়েছেন বঙ্গবন্ধুকে জানলেই আমরা তা জানতে পারব।’

বঙ্গবন্ধুর কর্ম ও আদর্শ সম্পর্কে শিশুদের জানার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে জানলে তোমরা অনেক বড় হতে পারবে। তোমাদের মধ্যে লুকিয়ে আছে অনেক বড় প্রতিভা। কেউ ভাল ডাক্তার, কেউ ভালো পাইলট কেউবা ভালো ইঞ্জিনিয়ার হবে।’

এই সময় সম্পাদক বলেন, আজ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধু জন্ম না হলে শিশু দিবসই হত না। আর এমন আয়োজনের আমরা সুযোগও পেতাম না। বাচ্চারা যে চিত্রাঙ্কন এঁকেছে আমি ঘরে বসেই তা দেখছিলাম।

এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকা শুভদিপ কুণ্ডের প্রশংসা করে দোলন বলেন, ছোট্ট শিশু শুভদিপ কুণ্ড বঙ্গবন্ধুকে কল্পনা করতে পেরেছে। তার প্রতিকৃতি আঁকতে পেরেছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে অনেক ভালো করবে। এই প্রতিভা আমাদের লালন করতে হবে। জাগিয়ে তুলতে হবে।

ঢাকাটাইমস সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছি। আর এজন্যই আমরা এমন প্রতিষ্ঠান গড়তে পেরেছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে অনেক দূর এগিয়ে গেছে তার কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিশুদের শিক্ষার ব্যাপারে অত্যন্ত সজাগ। তিনি ব্যক্তিগতভাবে শিশুদের শিক্ষার ব্যাপারে খোঁজ নেন। শিশুদের প্রতি বিশেষ মনোযোগের কারণেই সারাদেশে শিশু শিক্ষার ব্যাপারে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, ‘যদি বঙ্গবন্ধুর কথা আসে তাহলে তার কন্যার অবদানের কথাও আসতে হবে।’

দোলন বলেন, ‘আমরা বেগম শাহানারা একাডেমি প্রতিষ্ঠা করেছি। সরকার যেমন বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছে, ঠিক তেমনিভাবে এখানে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়।’

শিশুদের ভালো মানুষ হওয়ার পরামর্শ দিয়ে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, ‘সবার আগে ভাল মানুষ হতে হবে। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। যে পেশাতেই যাও না কেন, তোমাদের জন্য অনেক দোয়া রইল। তোমরা বড় হও। ভালো মানুষ হও।’

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে এই সময় সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আমরা এলাকার রাস্তাঘাট উন্নয়ন করতে পারছি। তিনি ক্ষমতায় না থাকলে আমরা এই উন্নয়ন করতে পারতাম না। সেজন্য ভবিষ্যতেও তিনি যেন ক্ষমতায় থাকেন এবং যাদের প্রার্থী নির্বাচিত করেন আমরা যেন তাদের সমর্থন দেই।’

তিনি বলেন, শেখ হাসিনা যেন এটুকু জানতে পারেন উনি আমাদের এলাকার উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করছেন। উনি যে সিদ্ধান্ত নিচ্ছেন, আমরা তাতে সমর্থন দিয়ে তার পাশে আছি। সেটা যদি হয় তাহলে আমদের এলাকা উন্নয়ন করা আরও সহজ হবে।

ঢাকাটাইমস সম্পাদক বলেন, ‘আজকের এই প্রতিষ্ঠান আমার ফাউন্ডেশনে করা। এমন আরও প্রতিষ্ঠান এই অঞ্চলে দরকার। সেটা করতে গেলে সরকারের সহোযোগিতা দরকার। সেজন্য এমন সরকার দরকার যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে।

এ সময় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে শেখ হসিনার বিকল্প নেই বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ সহিদুল ইসলাম।

(ঢাকাটামিস/১৭মার্চ/জেআর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :