হঠাৎ বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০১৭, ১০:৫৯| আপডেট : ২০ মার্চ ২০১৭, ১১:০৫
অ- অ+
ফাইল ছবি

চৈত্রের শুরুতে লঘুচাপের প্রভাবে রাজধানীতে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে নগরবাসীর প্রাণে কিছুটা স্বস্তি নেমে এলেও রাজধানীর নিয়মিত যানজটে নাকাল অফিস আর স্কুল কলেজমুখী মানুষ। বৃষ্টির কারণে রাজধানীর বেশিরভাগ সড়কে ছিল দীর্ঘ যানজট।

নগরজীবনে সকাল বেলা শুরু হওয়া এই বৃষ্টি অনেকে উপভোগও করেছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাংশে অবস্থান করায় দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ রয়েছে। এর প্রভাবেই রাজধানীসহ দেশের অনেক জেলা বৃষ্টি হয়েছে।

আগামী মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশিদ।

তিনি আরও বলেন ঢাকা ছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।

এদিকে সকাল থেকেই হঠাৎ বৃষ্টি হওয়ায় রাজধানীবাসীকে পড়তে হয়েছে বিপাকে। বিশেষ করা স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী লোকজনকে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে।

সকাল আটটায় কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বাসা থেকে বের হলেও অনেক ঠিক সময়ে কর্মস্থলে পৌঁছতে পারেনি। তীব্র যানজটে স্থবির হয়ে যায় রাজধানীর প্রায় প্রতিটি সড়ক।

বাংলা মোটরে বাসের মধ্যে থাকা যাত্রী কানিজ সুবর্না ঢাকাটাইমসকে জানান, তিনি মতিঝিলে যাওয়ার জন্য সকাল আটটায় শ্যামলিতে গাড়িতে উঠেছেন। সকাল পৌনে ১০টার সময় তিনি এখনো কর্মস্থলে পৌঁছতে পারেননি। তার মতো অনেকেই অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হলেও এখনো বাসের মধ্যেই বসে আছেন।

সরেজমিনে রাজধানীর প্রতিটি সড়কে গিয়ে দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। প্রতিটি সিগন্যালে শত শত গাড়ি দাঁড়িয়ে আসে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাঝে মাঝে যান চলাচলের সংকেত দেয়া হলেও কিছু সময় পর আবারও বন্ধ করে দেয়া হয়। এ কারণে অনেকে বিরক্ত হয়ে বাস থেকে নেমে হেঁটে কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

ঢাকাটাইমস/২০মার্চ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধার পরিশোধ না করায় এসবি’র সাবেক এসপি নিহার রঞ্জনের পদাবনতি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ায় মেঘনা ব্যাংকের নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা