চলতে চলতে বইমেলা

লেখা ও ছবি : শেখ সাইফ
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০১৭, ১৫:৩০

বইমেলায় যাওয়ার আনন্দটাই আলাদা। কিন্তু খোদ বইমেলাই যদি আপনার দুয়ারে চলে আসে, তবে কেমন হবে বলুন তো! সেই কাজটিই সম্ভবত করতে যাচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র।

রাজধানী ঢাকার ইস্কাটন গার্ডেন দিয়ে যেতে দিন কয়েক আগে একটি বাস চোখে পড়লো। যার গায়ে বড়ো করে লেখা, ‘ভ্রাম্যমান বইমেলা’। তার মানে বাসের ভেতরে আছে বই। যেখান থেকে বই কেনা যাবে, পড়া যাবে।

‘আলোকিত মানুষ চাই’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র এরইমধ্যে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বই পাঠের বিষয়টি জনপ্রিয় করেছে। তারা যানবাহনে করে বই শিশু-কিশোরদের হাতে হাতে পৌঁছে দিচ্ছে। এবার তারা চালু করছে ভ্রাম্যমান বইমেলা। এর মাধ্যমে দেশের বই পড়া আন্দোলন আরো গতিশীল হবে, এটা নিশ্চিত করে বলা যায়।

বাসের গায়ে যে ছবি তাতে দেখা গেছে, কেউ বই পড়ছেন, কেউ খুঁজছেন পছন্দের বই। কেউ আবার অন্যজনকে বই দেখাচ্ছেন। বিভিন্ন সারিতে সাজানো আছে অনেক অনেক বই। এরমধ্যে আছে, গল্প উপন্যাস, কবিতা, ছড়া, প্রবন্ধ, আত্মজীবনীসহ নানান বই।

'বই কিনুন, বই পড়ুন আলোকিত হোন'- এই স্লোগান নিয়ে বইপ্রেমীদের কাছে চলে যাবে ভ্রাম্যমান বইমেলা।

ঢাকাটাইমস/২৫মার্চ/এসএস/টিএমএইচ

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :