মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে বৃষ্টির বাধা

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৩:২৬ | প্রকাশিত : ৩০ মার্চ ২০১৭, ১১:২১

বৃষ্টি বাধায় কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি দুটির একটিতে ফের অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নাসিরপুরের বাড়িটিতে অভিযান শুরু করে সোয়াট সদস্যরা। এর আগে ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে সকাল থেকে অভিযান থমকে ছিল।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়। এ কারণে অভিযান চালাতে দেরি হয় বলে জানিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নাসিরপুর গ্রামে যে আস্তাটি রয়েছে বৃষ্টির পর সেটিতে আবারও অভিযান চালানো হচ্ছে। এজন্য র‌্যাব, পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াটের সদস্যরা সেখানে উপস্থিত আছে। সেখানে অভিযান চালানোর পর বড় হাটের আস্তানাটিতে অভিযান চালানো হবে।

গত মঙ্গলবার দিবাগত ভোররাতে আস্তানা দুটি ঘিরে রাখে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। গতকাল ভোর থেকে নাসিরপুরের আস্তাটি থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে অভিযান চালাতে গতকাল বিকালে মৌলভীবাজার পৌঁছে সোয়াটের একটি দল। প্রথমে তারা নাসিরপুরের বাড়িটিতে অভিযান চালানোর পরিকল্পনা নেয়। এরপর থেকে আস্তানা দুটিতে ‘অপারেশন হিট ব্যাক’ শুরু হয়।

অভিযান-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা গতকাল জানিয়েছিলেন, রাতের আঁধারে এমন অভিযান চালানো ঝুঁকিপূর্ণ হওয়ায় রাতে বিরতি নিয়ে বৃহস্পতিবার দিনের আলোতে অভিযান চালানো হবে। সারা রাত সতর্ক পাহারা থাকবে।

এদিকে আজ অভিযান চালানোর কথা থাকলেও ভোর থেকে মৌলভীবাজারে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ কারণে অপারেশন হিট ব্যাক বিঘ্নিত হয় বলে জানায় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত নাসিরপুরের আস্তানাটিতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বড়হাট এলাকার বাড়িটিতে অভিযান না চালালেও সকাল থেকে সেখানে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। দুটি জঙ্গি আস্তানার দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা বলবৎ আছে।

সকাল সাড়ে এগারটার দিকে বড়হাট এলাকার জঙ্গি আস্তানাটি পরিদর্শনের পর কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, ‘বড়হাট এলাকার আস্তানাটি রেকি করলাম। বৈরি আবহাওয়ার কারণে এখানে অভিযান চালাতে বিলম্ব হচ্ছে। তবে নাসিরপুরের অভিযান শেষ পর্যায়ে। সেখানে অভিযান শেষেই আমরা বড়হাটের আস্তানাটিতে অভিযান চালানো হবে।’

ঢাকাটাইমস/৩০মার্চ/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সালথায় প্রখর রোদ থেকে মুক্তি পেতে বিশেষ নামাজ আদায়

সাতক্ষীরায় কাঠবোঝাই ট্রলির চাপায় বাবা-ছেলে নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

শ্রীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনাজপুরে পেট্রল পাম্পে আগুন, জনতার হামলায় আহত ফায়ারের দুই কর্মীসহ ৪

চাঁদপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :