স্কুল সভাপতির অপসারণ চেয়ে ছাত্রীদের বিক্ষোভ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০১৭, ১৮:৫০

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির অপসারণের দাবিতে বিক্ষোভ মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার সকাল ৯টা থেকে ক্লাস বর্জন করে প্রায় দুই ঘণ্টা এসব কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দীন কাজল কারণে-অকারণে শিক্ষার্থীদের সাথে অসদাচারণ করেন। এছাড়া বিদ্যালয়ের মেয়েদের সাথে খারাপ দৃষ্টিতে তাকান। সভাপতি হিসাবে মনোনীত হবার পর থেকেই নিজের খেয়াল খুশিমত বিদ্যালয় পরিচালনা করে আসছেন। এসব বিষয়ে একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রতিকার চেয়েও শিক্ষার্থীদের হতাশ হতে হয়েছে।

আর এ কারণে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সকালে একযোগে ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসেন।

এ সময় শিক্ষার্থীরা পরিচালনা পর্ষদের সভাপতি সালাউদ্দীন কাজলের অপসারণের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। তারা বিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বন্ধ করে দেয় ওই সড়কে যান চলাচল। পরে তারা একই দাবিতে মানববন্ধন করে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম রেজা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান। তারা ক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং অভিযুক্ত সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসে।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম রেজা জানান, শিক্ষার্থীদের অভিযোগ লিখিত আকারে দেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলেই তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, শিক্ষার্থীদের অভিযোগ বিষয়ে তিনি কিছুই অবগত ছিলেন না।

এ ব্যাপারে অভিযুক্ত সভাপতি সালাউদ্দীন কাজল জানান, যা কিছু করা হয়েছে- তা বিদ্যালয় ও শিক্ষার্থীদের ভালর জন্যই।

শিক্ষার্থীদের দিকে খারাপ নজরে তাকানোর বিষয়টি তিনি তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেন।

(ঢাকাটাইমস/২এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :