বুধবারের ম্যাচে পিচ ও আবহাওয়া কেমন হবে

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০১৭, ১৮:৪৪

ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌঁনে চারটায়।

এই সিরিজে বৃষ্টি বেশ ভুগিয়েছে। তবে, আবহাওয়ার ‍পূর্বাভাসে বলা হচ্ছে, আগামীকাল ডাবলিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এই ভেন্যুতে সর্বশেষ পাঁচ ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা দল গড়ে ২২৭ এর মতো রান করেছে।

এই ভেন্যুতেই গত ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৫৭ রান সংগ্রহ করেছিল টাইগাররা। ম্যাচটি কিউইরা জিতে নিয়েছিল চার উইকেটে। সুতরাং, এখানে যে দল টসে জয়লাভ করবে তাদের ফিল্ডিং বেছে নেওয়াটাই উত্তম হবে।

আগামীকালের ম্যাচের মাধ্যমেই শেষ হবে ত্রিদেশীয় সিরিজের খেলা। টানা তিন ম্যাচ জিতে এই সিরিজটি ইতোমধ্যে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। আর বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে থাকাটা নিশ্চিত। অন্যদিকে, স্বাগতিক আয়ারল্যান্ড একটি ম্যাচও জিততে পারেনি।

(ঢাকাটাইমস/২৩ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :