টেকনাফে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০১৭, ১৬:১৭| আপডেট : ০৯ জুন ২০১৭, ১৬:৩৬
অ- অ+

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বেচাকেনাকালে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ চার লাখ টাকা উদ্ধার করেছে উদ্ধার করেছে বর্ডার বাংলাদেশ বিজিবি। এসময় ঘটনাস্থল থেকে চারজন ইয়াবা বিক্রেতা পালিয়ে যান।

শুক্রবার সকালে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, শুক্রবার সকালে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান এনে ওই এলাকায় বেচাকেনা হচ্ছে এমন খবরে বিজিবির একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন ইয়াবা বিক্রেতা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ৭০ হাজার ১৯৫ পিস ইয়াবা এবং ইয়াবা লেনদেনের তিন লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

অধিনায়ক বলেন, উদ্ধারকৃত ইয়াবা ও টাকাগুলো থানায় হস্তান্তর করে ওই এলাকায় মো. আলী, মো. শামসু, আবুল হাসেম ভুলু ও মো. হেলাল উদ্দিনকে পলাতক আসামি করে থানায় মাদক মামলা করা হয়েছে।

টেকনাফ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, বিজিবি বাদী হয়ে চারজনকে পলাতক আসামি করে থানায় একটি মাদক মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/০৯জুন/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
বুদ্ধিজীবীদের আদর্শের বাংলাদেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
প্রতিবেশী দেশ সংখ্যালঘু কার্ড খেলতে চেয়েছিল: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা