উত্তরায় পুলিশের গুলিতে দুই ‘ছিনতাইকারী’ আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০১৭, ১৬:২৪
অ- অ+

রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে দুইজন আহত হয়েছেন, যারা ছিনতাইকারী বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি। তারা হলেন- আবুল কাশেম (৪০) এবং স্বপন (৩৪)।

বুধবার ভোরে এই ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, ভোর ছয়টার দিকে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ছিনতাই করার সময় পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে পালাতে গেলে পুলিশ শর্টগানের গুলি ছোঁড়ে। একপর্যায়ে উত্তরা পশ্চিম থানার কামারপাড়া এলাকায় গিয়ে তারা পড়ে যায়।

আহতদের মধ্যে আবুল কাশেমের বাম পায়ের গোড়াড়িতে এবং স্বপনের দুই পায়ের হাঁটুতে গুলি লাগে। দুপুর ১২টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১৪জুন/এএ/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বদলগাছীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
রাহাত ফাতেহ আলীর কনসার্ট: স্টেডিয়াম ভাড়া মওকুফ করেছে সেনাবাহিনী
তুরস্কের জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক
জাতীয় জীবনে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের তাৎপর্য অপরিসীম: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা