৭০ লাখ টাকার চেক বিতরণ করল রাজশাহী জেলা পরিষদ

রাজশাহী ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুন ২০১৭, ১৭:৩৩

রাজশাহী জেলা পরিষদ থেকে ৭০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ২০১৬-১৭ অর্থবছরে এই টাকা বরাদ্দ করে জেলা পরিষদ। ৪০টি প্রকল্পের এসব চেক বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার প্রকল্প সভাপতিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

এ সময় তিনি বলেন, রাজশাহী জেলা পরিষদ প্রতিষ্ঠার পর এমন আনুষ্ঠানিকভাবে বরাদ্দের চেক বিতরণ করা হয়নি। তিনি দায়িত্ব নিয়ে জেলা পরিষদের প্রতিটি কাজে স্বচ্ছতা ফিরিয়েছেন। তাই বরাদ্দের শতভাগ অর্থ দিয়ে প্রকল্পের কাজ স্বচ্ছভাবে শেষ করার জন্য প্রকল্প সভাপতিদের নির্দেশ দেন তিনি।

এ সময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নাইমুল হুদা রানা, সদস্য আবুল ফজল প্রামানিক, শফিকুল ইসলাম, নূর মোহাম্মদ তুফান, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ফিরোজ, মোফাজ্জল হোসেন, আবদুস সালাম, সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য শিউলী রানী সাহা, জয়জয়ন্তী সরকার মালতি ও রাবিয়া খাতুন সীমা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২জুন/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :