আমরা কি কখনো জনগণকে স্যার বলেছি: দুদক চেয়ারম্যান

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৬:৫২ | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৭, ১৬:৪২

জনগণের সঙ্গে সরকারি কর্মকর্তাদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ভাল আচরণ না করায় জনগণও সরকারি কর্মীদের পছন্দ করে না বলেও মনে করেন তিনি।

মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘দুর্নীতিমুক্ত সরকারি সেবা, দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ বিষয়ক মাঠ পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাগনের সাথে আলোচনা সভায় এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

ইকবাল মাহমুদ বলেন, ‘আসলে আমাদের দুদকেরই অনেক সমস্যা রয়েছে। এ কথা বলায় আমাকে অনেকেই পছন্দ করেন না।... আমরা সরকারি কর্মকর্তারা কখনো কি জনগণকে স্যার বলেছি? কিন্তু বিদেশে দেখবেন উচ্চপদস্থ কর্মকর্তারা বাস চালককে স্যার বলে সম্বোধন করেন। তাদের ভেতর জনগণের প্রতি সম্মান করার বোধ থাকার ফলে তাদের দেশ এত উন্নত। জনগণকে সম্মান দিলে তারা আপনাদের প্রটেকশন দেবে। নতুবা বিপদে পড়লে কেউ আপনাদের দেখবে না।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘২২ জন পুলিশ দিয়ে আপনার প্রটেকশন পাওয়া যাবে না। জনগণের মধ্যে বিশ্বাসযোগ্যতা অর্জন করলে প্রটেকশন তারাই দেবে।’ জনগণকে ‘ধন্যবাদ’ দেয়ার রীতি রপ্ত করার তাগাদাও দেন তিনি।

“আমাদের ‘না’ বলা শিখতে হবে। আমরা শুধু ‘হ্যাঁ’ বলতে শিখেছি। আর এ জন্যই জনগণ আমলাদের পছন্দ করে না”-বলেন দুদক চেয়ারম্যান।

উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে ইকবাল মাহমুদ বলেন, ‘একটি পরিবারের পিতা যদি দুর্নীতিগ্রস্থ হয়, তাহলে কোনদিনই তার পরিবারের অন্য সদস্যরা সৎ বা নিষ্ঠাবান হতে পারে না। তেমনই সরকারি কোন অফিসের প্রধান যদি দুর্নীতিগ্রস্থ হয় তাহলে তার নিচের যত কর্মকর্তা আছে তারাও ঠিক একইভাবে দুর্নীতিপরায়ন হবে। দুদক চায়- সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আইন-কানুন, বিধি-বিধান মেনে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করুক। তাহলে অভিযোগও উঠেবে না, মামলাও হবে না।’

রাষ্ট্র ও সমানে দুর্নীতিপরায়নতায় হতাশার কথাও বলেন দুদক চেয়ারম্যান। বলেন, ‘এখন লুকানোর কিছু নেই। একটা দেশ এভাবে চলতে পারে না। আমরা দুর্নীতিতে এগিয়ে যাব, এটা হতে পারে না।’

বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে ব্যর্থতায় হতাশার কথা তুলে ধরে ইকবাল মাহমুদ বলেন, ‘রাঘব বোয়ালদের ধরা এত সম্ভব নয়। বড় মাছ ধরতে জালও বড় করে পেতে রাখতে হয়। আমরা ছোট গাছ যত সহজে তুলতে পারি, তত সহজে কিন্তু বড় গাছ তুলতে পারি না।’

দুর্নীতির মামলাকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে দুদক চেয়ারম্যান বলেন, ‘মূলত আমরা কোন মামলা করতে চাই না। দুদকের দুর্নীতি মামলা হল ক্যান্সারের মত। ক্যান্সার হলে যেমন পরিবারসহ সকলে একসময় পথে বসে, তেমনই দুদক কারো বিরুদ্ধে মামলা করলে তার অবস্থা একই রকম হয়।’ তিনি বলেন, ‘আমরা কাজ করি দুর্নীতি দমনের জন্য। কিন্তু কাজ করতে আমাদেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা আমাদের কাজ মানবিক দৃষ্টিভঙ্গী দিয়ে করতে চাই।

দুদক চেয়ারম্যান বলেন, ‘মাঝে মাঝে মনে করি কোন কোন জেলায় দুদকের অফিসই বন্ধ করে দেয়া উচিৎ। কারণ সেখান থেকে অভিযোগ আসে না আমাদের কাছে। আসলে সকল জায়গা থেকেই অভিযোগ আসা কমে গেছে।’

‘ছোট, বড় এবং মাঝারি মিলিয়ে দুদক কাজ করছে। আমরা যে অভিযোগগুলো পাই সে প্রেক্ষিতে মামলা হয়। আমরা চাই এ অভিযোগগুলো যাতে আমাদের কাছে না আসে। ’

বরিশাল বিভাগীয় কমিশনার শহীদুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় দুদক এর মহাপরিচালক (প্রতিরোধ) শামসুল আরেফিন, বরিশাল রেঞ্জ ডিআইজি শেখ মো. মারুফ হাসান, বরিশাল মহানগর পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, বরিশাল জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ওয়াহিদুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী গোলাম মোস্তফা, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মাহাবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপ পরিচালক ওমর আলী শেখ, দুদক বরিশাল কার্যালয়ের উপ পরিচালক মতিউর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৮জুলাই/টিটি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :