কালকিনিতে সংরক্ষিত নারী সদস্যকে মারধরের অভিযোগ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৭, ১২:৫৪

মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জের ধরে দোকান ভাঙচুরে বাধা দেয়ায় মিনু খানম নামের এক সংরক্ষিত মহিলা আসনের সদস্যকে বেদম মারধর করেছে প্রতিপক্ষ। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সংরক্ষিত মহিলা আসনের সদস্য মিনু খানম তার পৈতৃক জমিতে একটি দোকান নির্মাণ করেন ডাসারের কোমলাপুর নতুন বাজারে। সেখানে তিনি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে ওই এলাকার রশিদ শেখের নেতৃত্বে আবদুল হাই হাওলাদার, মজিদ বেপারী, সেলিম ও গোলাম আলী শেখসহ ১০/১২ জন মিলে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে মিনু খানমের দোকান ঘর ভাঙচুর করেন। এসময় তাদেরকে বাধা দিলে মিনু খানমে বেদম মারধর করা হয়। এ সময় দোকানে থাকা নগদ ৪৫ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন মিনু খানম।

পরে খবর পেয়ে ডাসার থানার ওসি এমদাদুল হক ফোর্স নিয়ে ঘটনাস্থলে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আহত মিনু খানমকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এ বিষয় ডাসার থানায় একটি মামলা হচ্ছে।

সংরক্ষিত মহিলা আসনের সদস্য মিনু খানম ঢাকাটাইমসকে বলেন, আমার দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায় হামলাকারীরা। আমি বাধা দিলে আমাকে মারধর করে।

সরেজমিনে গিয়ে অভিযুক্ত রশিদ শেখের সাথে যোগাযোযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তবে হামলাকারীদের আটকের জোর প্রচেষ্টা চলেছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সালথায় প্রখর রোদ থেকে মুক্তি পেতে বিশেষ নামাজ আদায়

সাতক্ষীরায় কাঠবোঝাই ট্রলির চাপায় বাবা-ছেলে নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

শ্রীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনাজপুরে পেট্রল পাম্পে আগুন, জনতার হামলায় আহত ফায়ারের দুই কর্মীসহ ৪

চাঁদপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :