গির্জার ফাদারকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর)
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০১৭, ১৫:০৮| আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৬:৫৬
অ- অ+

রাজধানীর কাকরাইলের গির্জার ফাদার শিশির গ্যাগারিওকে অপহরণের অভিযোগে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা সামস কবির সৌরভকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে টঙ্গীর পাগার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সৌরভ টঙ্গীর মরকুন এলাকার গোলাম কবিরের ছেলে এবং টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ঢাকার কাকরাইলের গির্জার ফাদার শিশির গ্যাগারিওর বোন টঙ্গীর পাগার এলাকার একটি গির্জায় থাকেন। সোমবার অপহরণকারীরা শিশির গ্যাগারিওকে ফোন করে তার বোন গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে আছে বলে জানায়। ফোন পেয়ে সন্ধ্যায় শিশির মোটর সাইকেলে করে পাগার এলাকায় পৌঁছালে অপহরণকারীরা তাকে ধরে নিয়ে একটি কক্ষে আটকে রাখে। পরে তার মোবাইল থেকে ফোন করে স্বজনদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় শিশিরের চিৎকার শুনে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সৌরভকে আটক করে এবং শিশির ও তার মোটরসাইকেলটি উদ্ধার করে। শিশিরকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় ফাদার শিশির গ্যাগারিও চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে টঙ্গী মডেল থানায় মামলা করেছেন বলে জানান ওসি।

এ বিষয়ে গাজীপুর মহনগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দিপ ঢাকাটাইমসকে জানান, সৌরভ টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। অপহরণ ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/আইআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয়তাবাদী চিকিৎসকরা আওয়ামী দুঃশাসনে নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন: ডা. রফিক
যুবদল নেতা মনিরের ‘বার কাণ্ড’: মদ্যপান, হুমকি, হামলা—শেষমেশ বহিষ্কার
সংস্কারে সমর্থন আছে যুক্তরাষ্ট্রের, নির্বাচন বিষয়েও জানতে চেয়েছে দেশটি: পররাষ্ট্র উপদেষ্টা
এহসান মাহমুদে বিব্রত বিএনপি, যেভাবে দলে ঢোকেন তিনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা