বাকৃবিতে কৃষি অর্থনীতি অনুষদে তালা

বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৭, ১৭:০৩

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের অধিভুক্ত নতুন কলেজ খোলার সিদ্ধান্ত বাতিলের দাবিতে অনুষদে তালা এবং বিক্ষোভ করেছেন ওই অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টায় অনুষদে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

জানা যায়, নেত্রকোনায় কৃষি অর্থনীতি কলেজ খোলা হবে যেখানে বাকৃবি কৃষি অর্থনীতি অনুষদের সমমানের ডিগ্রি দেয়া হবে। এই কলেজকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের অধিভুক্ত করার সিদ্ধান্ত নেয় বাকৃবি একাডেমিক কাউন্সিল।

এই খবর পেয়ে বাকৃবি কৃষি অর্থনীতির শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে বেলা ১১টায় অনুষদের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। এরপর তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বাকৃবি থেকে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ থেকে প্রতি বছর যে পরিমাণ শিক্ষার্থী ডিগ্রি নিয়ে বের হয় তাদের জন্য এখনো পর্যাপ্ত কর্মক্ষেত্র নেই। সেখানে নতুন কৃষি অর্থনীতি কলেজ খুলে গ্র্যাজুয়েটদের সংখ্যা বাড়ানো অমূলক।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/প্রতিনিধি/জেবি

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :