ভুয়া পদবী ব্যবহার: কমিউনিটি মেডিকেল অফিসারের জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৭, ২২:৫৯

ভুয়া পদবী ব্যবহার করার দায়ে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নারদ কুমার বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বিষয়খালী বাজারে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দণ্ডাদেশ দেন।

নারদ কুমার বিশ্বাস সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের আনন্দ মোহন বিশ্বাসের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন জানতে পারে নারদ কুমার বিশ্বাস নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছেন। এ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :