রূপগঞ্জে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৭, ১৮:৩৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিরীহ মানুষের জমি জাল-জালিয়াতি করে আত্মসাত, জমি না কিনেই জোরপূর্বক বালু ভরাটের প্রতিবাদে ওমেরা ফুয়েল প্রাইভেট লিমিটেড নামে একটি তেল কোম্পানির নিয়োজিত ভূমিদস্যু ও জালিয়াত চক্রের বিরুদ্ধে স্থানীয় কৃষক ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই কোম্পানির দায়িত্বে থাকা ভূমিদস্যু ও জালিয়াত চক্রের হোতাদের বিরুদ্ধে ঝাঁড়ু মিছিল করেন।

শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের হারিন্দা এলাকায় মানববন্ধন ও ঝাঁড়ু মিছিল বের হয়।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে জাল-জালিয়াতির মাধ্যমে জমি আত্মসাতের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী জালিয়াত চক্রের হোতা আব্দুল আউয়ালের অফিস ভাঙচুর করে। এতে এলাকায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়।

ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারিন্দা এলাকায় ওমেরা ফুয়েল প্রাইভেট লিমিটেড নামে একটি তেল কোম্পানির প্রতিনিধি হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল আউয়াল, আমিনুল ইসলাম (ঝিনু), ইউসুফ আলীসহ তাদের একটি সিন্ডিকেট ওই কোম্পানির বেশ কয়েক বিঘা জমি ক্রয় করেন। গত দুই মাস ধরে ড্রেজিংয়ের মাধ্যমে ওই কোম্পানির ক্রয়কৃত জমির পাশাপাশি নিরীহ কৃষকদের জমিও ভরাট করে ফেলে। কৃষকরা বারবার প্রতিবাদ করলে মামলা-হামলাসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়।

এ ব্যপারে ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। জালিয়াত চক্রের বিচার আমিও চাই।

এ বিষয়ে অভিযুক্ত ওমেরা ফুয়েল প্রাইভেট লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম রব্বানীর বলেন, জাঙ্গীর মৌজায় বেশকিছু জমি তাদের নামে ক্রয় করা হয়েছে। কোন জাল জালিয়াতির জমি ক্রয় করিনি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, জাল-জালিয়াতি চক্রের হোতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :