‘দুর্নীতিমুক্ত ভূমিব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর’

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ১৫:৩৯

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত ভূমিব্যবস্থা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।

মন্ত্রী বলেন, ভূমির উপর নারীদের শতভাগ অধিকার নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার ঈশ্বরদী কাচারিপাড়ায় পৌর ভূমি অফিস ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুর রহমান শরীফ বলেন, প্রত্যেক মানুষের সম্পর্ক ভূমির সঙ্গে। মানুষের কাঙ্ক্ষিত সেবা যেন নিশ্চিত হয়- সেদিকটি খেয়াল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী আরও বলেন, ভূমিসেবার মধ্যে দুর্নীতির গন্ধ অনেক আগে থেকেই রয়েছে। সব বাধা অতিক্রম করে আমরা কাজ করে যাচ্ছি। ৩৩ লাখ ৬০ হাজার টাকা দিয়ে সুন্দর ভূমি ভবন নির্মিত হচ্ছে।

তিনি বলেন, সুন্দর ভবনে সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে। দুর্নীতিমুক্ত পরিবেশ গড়তে হবে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুব শাহীন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান, উপজেলা প্রকৌশলী এনামুল কবীর বক্তব্য দেন।

পরে মন্ত্রী ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন, যার নির্মাণ ব্যয় হবে ৩৩ লাখ ৬০ হাজার টাকা।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :