হিংসা ঠেকাতে ‘ধর্মনিরপেক্ষ শিক্ষা’ ব্যবস্থা চান দালাই লামা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৭, ১৮:০৫

অসহিষ্ণুতা, জাতিভেদ থেকে সাম্প্রদায়িক হিংসা- সমাধানে 'ধর্মনিরপেক্ষ শিক্ষা'র ওপরেই জোর দিলেন বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা। একই সঙ্গে ভারতের হাজার হাজার বছরের ঐতিহ্য, যা আসলে 'এক বিশ্ব, এক জাতি'-র শিক্ষা দেয়ার কথাও স্মরণ করেন তিনি।

দালাই লামার কথায়, ‘ভারতের সবচেয়ে বড় সুবিধা হলো, ২ থেকে ৩ হাজার বছরের প্রাচীন ঐতিহ্য। সব ধর্মের মানুষের সমাগমের ঐতিহ্য। আমাদের যা শিক্ষা, সবই তো ভারতের।'

বৃহস্পতিবার কলকাতায় ‘রিভাইভ্যাল অব অ্যানসিয়েন্ট নলেজ’ শীর্ষক আলোচনায় শান্তিতে নোবেল জয়ী বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা বুঝিয়ে দিলেন, সাম্প্রদায়িক অশান্তির মূলে রয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থা। তার বক্তব্য, ভারতের প্রাচীন শিক্ষা সব সময়ই সব ধর্মকে সম্মান করা শেখায়। কিন্তু বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থায় কোথাও একটা গলদ থেকে যাচ্ছে। আধুনিক শিক্ষা বড় বেশি বস্তুবাদী। মনের বিকাশ হচ্ছে না। শুধু চারটে পুঁথিগত বিদ্যা। তাই ভারতের উচিত, আধুনিক শিক্ষার সঙ্গে প্রাচীন শিক্ষার মেলবন্ধনে একটি শিক্ষা ব্যবস্থা চালু করা। প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি।

বর্তমানে প্রযুক্তির রমরমায় চাকরি খোয়াচ্ছেন বহু মানুষ। এই সমস্যার বিষয়ে বৌদ্ধ ধর্মগুরু সাফ কথা, 'মানুষের মগজের ওপর কিছু হয় না। যতই রোবট তৈরি করো, মানুষের মস্তিষ্কই সেরা। যন্ত্রের আবেগ নেই। অনুভূতি নেই। মানুষের মস্তিষ্কের সঙ্গে আবেগ-অনুভূতিও রয়েছে। তাই মানুষকে কখনওই যন্ত্র হারাতে পারবে না।’

দলিতদের ওপর হিংসার বিষয়ে দালাই লামা বলেন, ভারতে এখনও জাতপাত রয়েছে। এই প্রথাকে তুলতেই হবে। না-হলে কোনও দিনও গণতন্ত্রের সুবিচার হবে না।

তার কথায়, 'কোনও ধর্মই মানুষে মানুষে বিভেদের শিক্ষা দেয় না। এগুলি মানুষ নিজেদের স্বার্থে তৈরি করেছে। সব ধর্মের একটাই শিক্ষা, তা হলো প্রেম। ভারতে জাতপাত তৈরি হয়েছে সামন্ততন্ত্র থেকে। এটা আসলে সংস্কৃতির একটা অংশ, ধর্মের নয়।'

রাম রহিমের মতো ভারতের স্বঘোষিত 'গডম্যান'-দের নিয়েও বেশ রসিকতা করলেন ধর্মগুরু।

তার কথায়, 'কোনও গুরুর চেলা হতে হবে না। মানবধর্মের চেলা হও। সারা বিশ্ব জানে, ভারতই বৌদ্ধধর্মকে বিশ্বে ছড়িয়েছে। এক তিব্বতি স্কলার ও নেতা আমায় বলেছেন, সদা তুষারাচ্ছন্ন তিব্বতে ভারতীয় সংস্কৃতি না প্রবেশ করলে, আমাদের দেশ অন্ধকারেই থেকে যেত।'

সন্ত্রাসসহ নানা সমস্যায় জর্জরিত তামাম দুনিয়ায় শান্তি ও স্থিতাবস্থার নিরিখে ভারতকে এগিয়েই রাখলেন দালাই লামা। তার কথায়, 'বিশ্বের অন্যান্য দেশের নিরিখে ভারত অনেক স্থিতাবস্থায় রয়েছে। শান্তি বজায় আছে।'

অরুণাচল প্রদেশে চীনা আগ্রাসন নিয়ে দালাই লামার বক্তব্য, 'হিন্দি-চীনা ভাই ভাই। এটাই হওয়া দরকার। তিক্ত ইতিহাস ভুলে এশিয়ার এই দুই বৃহত্তম গণতন্ত্রকে একসঙ্গে কাজ করতে হবে। চীনের নতুন প্রজন্মের একটা বড় অংশ আমায় ভালোবাসে। অন্য দেশে গিয়ে দেখেছি, চীনা যুবক-যুবতীরা আমার সঙ্গে সেলফির আবদার করে। হিংসার ইতিহাস ভুলে আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে।'

সূত্র: এই সময়

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :