শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট ফাইনালে মাগুরা জেলা দল

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৭, ১৯:০৯

মাগুরায় বুধবার বিকালে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনাল খেলায় জয় পেয়েছে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল। টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে বাংলাদেশ নৌ-বাহিনীকে পরাজিত করে ফাইনালে উঠেছে।

খেলায় প্রথম থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে চরম উত্তেজনা ছড়ায়। তবে প্রথমার্ধে কোন পক্ষই গোলের দেখা পায়নি। পরে দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটে নৌ-বাহিনীর খেলোয়াড় মাহী প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়।

এরপর মাগুরা জেলা দল সংঘবদ্ধ আক্রমণে দ্বিতীয়ার্ধেও ২৮ মিনিটে বিদেশি খেলোয়াড় লাওয়াল গোল করে খেলায় সমতা ফেরায়। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অসমাপ্ত থাকে।

পরে টাইব্রেকারে মাগুরা জেলা দল ৪-২ গোলে নৌ-বাহিনীকে পরাজিত করে প্রথম দল হিসেবে মাগুরা জেলা দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

খেলায় সেরা খেলোয়াড় মাগুরা জেলা দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার হাতে পুরস্কার তুলে দেন মাগুরা জেলা প্রশাসক মোহম্মদ আতিকুর রহমান ও প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর।

এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে। মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যস্থাপনায় বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় আছাদুজ্জামান ফুটবল একাডেমি এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

বৃহস্পতিবার ২য় সেমিফাইনাল খেলায় লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব সাইফ স্পোটিং ক্লাব যুবদলের মুখোমুখি হবে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :