রাঙামাটিতে আগুনে পুড়ল অর্ধশতাধিক দোকান-বাড়ি

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১২:৫৯ | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০১৭, ১২:৫৭

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের ২নং পাথরঘাটা এলাকায় আগুন লেগে পাঁচ দোকানসহ অন্তত অর্ধশতাধিক বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। চায়ের দোকান থেকে লাগা আগুনে এসব ঘর পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে সবাই যখন গভীর ঘুমে ঠিক তখনই চায়ের দোকানটি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের একমাত্র ইউনিটের সদস্যরা দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোরে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

এদিকে আগুন লাগার পরই রাত সাড়ে তিনটার দিকে ক্ষতিগ্রস্ত এলাকায় যান রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা পর্যন্ত ঘটনাস্থলেই ছিলেন তিনি।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানিয়েছেন, রাঙামাটি ও কাপ্তাই ফায়ার সার্ভিসের ৫০ জনের দমকর্মী দীর্ঘ প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

ঢাকাটাইমস/২০ডিসেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :