টাঙ্গাইলে বিএনপি অফিসে পদবঞ্চিতদের হামলা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
| আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ২১:২০ | প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৮:০৫

টাঙ্গাইলে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেছে দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে শহরের ভিক্টোরিয়া রোডের কার্যালয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গত কয়েকদিন ধরে নবগঠিত জেলা বিএনপির কমিটি নিয়ে পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরইমধ্যে নবগঠিত কমিটি কর্মী সম্মেলনের উদ্যোগ নেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আরও উত্তেজনা বৃদ্ধি পায়। এর ফলে প্রশাসনের পক্ষ থেকে কোনো পক্ষকেই কর্মী সম্মেলন করার অনুমতি দেয়া হয়নি। এরপরেও জেলা বিএনপির নবগঠিত কমিটি পৌর এলাকার বালুচরায় কর্মী সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমানকে প্রধান অতিথি করা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে পদবঞ্চিত নেতাকর্মীরা শহরে আজ বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে উত্তেজিত ওই নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে হামলা করে ব্যাপক ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা বিএনপি সূত্র জানায়, চলতি বছরের ২৬ মে কেন্দ্র থেকে জেলা বিএনপির ৩০ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এতে শামসুল আলম ওরফে তোফাকে সভাপতি এবং ফরহাদ ইকবালকে সাধারণ সম্পাদক করা হয়। সভাপতি শামসুল আলম আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় কারাবন্দি সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু এবং কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলাতান সালাউদ্দিন টুকুর ভাই।

পদবঞ্চিতদের অভিযোগ, সভাপতি-সাধারণ সম্পাদকসহ বেশির ভাগ পদেই সালাম পিন্টু পরিবারের অনুসারীদের বসানো হয়েছে।

জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা বলেন, বিএনপি জেলা কার্যালয়ে দুষ্কৃতিকারীরা হামলা করেছে। যেহেতু এদের সবাই বহিষ্কৃত তাই এরা কেউ বিএনপির নেতাকর্মী না। প্রশাসন নির্ধারিত জায়গায় অনুমতি না দেয়ায় অন্য একটি জায়গায় কর্মী সমাবেশ করছিলেন। ফাঁকা পেয়ে দুষ্কৃতিকারীরা অফিসে হামলা করে ভাংচুর করে এবং অফিস থেকে মালামাল চুরি করে।

তিনি আরও বলেন, হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে। মামলার প্রস্তুতি চলছে।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান হামলার সত্যতা স্বীকার করে জানান, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

হালুয়াঘাট সীমান্তে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ কৃষক নিহত

এমভি আব্দুল্লাহ কুতুবদিয়ায় নোঙর করবে বিকালে

হরিণাকুন্ডুতে এসএসসিতে ফেল করায় কিশোরীর আত্মহত্যা

পাবনায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা, আহত ১০

রাজশাহীর কোন আম কবে বাজারে আসবে

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

এই বিভাগের সব খবর

শিরোনাম :