জিপিএ ফাইভ না পেয়ে অজ্ঞান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৮, ১৯:১৪

পড়াশোনায় অন্তঃপ্রাণ মেয়েটির আকাঙ্ক্ষা ছিল সর্বোচ্চ জিপিএ বা জিপিএ ফাইভ পাওয়ার। চেষ্টাও করেছে সর্বোচ্চ। ভালো হয়েছিল পরীক্ষাও। কিন্তু অল্পের জন্য হয়নি আশা-প্রাপ্তির মিলন। আর তাতেই হতোদ্যম হয়ে পড়ে মেয়েটি।

রাজধানীর ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে ৪.৯২ সিজিপিএ পেয়েছেন সুমাইয়া। গোলযোগের মধ্যে পুরো নামটিও জানা গেল না তার।

আর নিজের ফলাফল জানার পর কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে কলেজের মাঠে পড়ে যান সুমাইয়া।

অল্প সময়ের ছন্দপতন হয় ভিকারুন্নেসার হাজারো শিক্ষার্থীর বাধভাঙা আনন্দে। কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী তাকে সুস্থ করতে এগিয়ে আসেন।

প্রতিষ্ঠানটিতে বাণিজ্য বিভাগ থেকে মোট পাস করেছে ২২০ জন শিক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছেন ৫২ জন আর উত্তীর্ণ হতে পারেনি দুই জন।

পড়াশোনায় বরাবর ভালো করা কলেজটি এবারও ফলাফল করেছে তাক লাগানো।

এ বছর এইচএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ১৮৫৩। যার মধ্যে পাস করেছে ১৮৪৯ জন। ফেল করেছে চারজন। আর মোট জিপিএ ফাইভ পেয়েছে ৯৯৭ জন। এ বছর পাসের হার ৯৯ দশমিক ৭৮ শতাংশ। গতবারের তুলনায় এ বছর জিপিএ ফাইভের সংখ্যা ৪৫টি বেশি। এ ছাড়া পাসের হার অন্যান্য স্কুলের তুলনায় বেশি।

জানা গেছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছে মোট ১৪০০ জন। এছাড়া মানবিকে ২৩৩, ব্যবসায় শিক্ষা ২২০ জন।

এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাস করেছে ১৩৯৮ জন, মানবিকে ২৩১ এবং ব্যবসায়ী শিক্ষায় ২২০ জন। বিজ্ঞান ও মানবিকে দুইজন করে মোট চারজন ফেল করেছে। বিজ্ঞানে পাসের হার ৯৯ দশমিক ৮৫, মানবিকে ৯৯ দশমিক ১৪ ও ব্যবসায়ী শিক্ষায় শতভাগ পাস করেছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস বলেন, ‘সারা দেশে যেখানে সবার রেজাল্ট কমে এসেছে সেখানে আমাদের রেজাল্ট ভালো হয়েছে।’

‘জিপিএ ফাইভ গতবারের থেকে ৪৩ জন বেশি। যারা অল্পের জন্য জিপিএ ফাইভ পাইনি তারাও মেধাবী।’

পরীক্ষার ফলাফল গুরুত্বপূর্ণ হলেও এটাই মূল কথা নয় সেটিও স্মরণ করিয়ে দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। বলেন, পরীক্ষার ফলাফল সবচেয়ে বড় বিষয় নয়, মানুষ হওয়াটা আসল কথা। পড়তে হবে মনযোগ দিয়ে, জানতে হবে, শিখতে হবে, কেবল ফলাফলের কথা চিন্তা করলে চলবে না।’

(ঢাকাটাইমস/১৯জুলাই/বিইউ/ডিএম/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

রাজধানীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

পরশুরাম সমিতি ঢাকার উদ্যোগে আলাউদ্দিন নাসিমকে সংবর্ধনা

উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেপ্তার 

পুরোনো রূপে ফিরছে লালকুঠি

এই বিভাগের সব খবর

শিরোনাম :