ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ আগস্ট ২০১৮, ০০:৩৫ | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৮, ০০:৩২
ফাইল ছবি

বাস চলাচলে নৈরাজ্যের বিষয়টি নিয়ে যখন তুমুল আলোচনা তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের গাড়িতে ধাক্কা দিয়েছে একটি বাস। এতে গাড়িটির ক্ষতি হলেও মন্ত্রী সুস্থ অবস্থায় বাসায় ফিরেছেন।

যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর অঙ্গীকার নিযে ট্রাফিক সপ্তাহের মধ্যেই শুক্রবার রাত নয়টার দিকে রাজধানীর শেরেবংলা নগরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীটি জানিয়েছে, রাত নয়টার দিকে নিউ ভিশন পরিবহনের একটি বাস মন্ত্রীর গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। ওই সময় তিনি গাড়িতে ছিলেন।

যে সময় এই দুর্ঘটনা ঘটে, তখন বাসে চালকের আসনে ছিলেন প্রকৃত চালকের সহকারী মানিক।

দুর্ঘটনা ঘটানো বাস (নম্বর- ঢাকা মেট্রো ব ১১-৭৪৭৫) ও চালকের আসনে থাকা মানিককে শেরেবাংলা নগর থানায় দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।

আইন অনুযায়ী চালকের সহকারীর কখনই চালকের আসনে বসার কথা না। ফলে এই ঘটনায় দুর্ঘটনা ঘটানো সহকারীর পাশাপাশি চালককেও আইনের আওতায় আনা হবে।

জানতে চাইলে শেরেবাংলা নগর উপপরিদর্শক রুহুল আমিন জানান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিটিউটে গিয়েছিলেন মন্ত্রী। সেখানে একজন রোগীকে দেখে তিনি নাখালপাড়ার উদ্দেশে রওনা দেন।

মন্ত্রীর গাড়িটি কলেজ গেটের কাছে গেলে মিরপুর থেকে মতিঝিলগামী বাসটি পেছন থেকে ধাক্কা দেয়।

ধাক্কায় মন্ত্রীর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মন্ত্রী সুস্থ আছেন। গাড়িতে থাকা অন্য সবাই সুস্থ আছেন।

এই ঘটনার পর মন্ত্রী তার গাড়িতে করেই নিজ বাসায় ফিরে যান।

ঢাকাটাইমস/১১আগস্ট/এসএস/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

রাজধানীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

পরশুরাম সমিতি ঢাকার উদ্যোগে আলাউদ্দিন নাসিমকে সংবর্ধনা

উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেপ্তার 

পুরোনো রূপে ফিরছে লালকুঠি

এই বিভাগের সব খবর

শিরোনাম :