নাটোরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১৩

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ০০:১৬ | প্রকাশিত : ২৫ আগস্ট ২০১৮, ১৬:৫৬

নাটোরের লালপুরে বাস-লেগুনা সংঘর্ষে দুই শিশুসহ নিহত হয়েছেন ১৩ জন। এ ঘটনায় অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন।

শনিবার বিকাল চারটার দিকে লালপুর উপজেলার কদম চিলায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নাটোর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. সাইফুল ইসলাম ঢাকাটাইমসকে জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, রাজশাহীগামী চ্যালেঞ্জার পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ১৩ যাত্রী নিহত হয়। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুই শিশু রয়েছে। এসময় বাসটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায় এবং এতে বাসের কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়।

সংবাদ পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তাদের অধিকাংশই নাটোর ও পাবনা জেলার বাসিন্দা।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন আহমেদ ঢাকাটাইমসকে ১৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসূন নূর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধার কাজ চলছে।

ঢাকাটাইমস/২৫আগস্ট/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :