আইপিইউ সম্মেলনে যোগ দিতে জেনেভায় স্পিকার শিরীন শারমিন

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৮, ২৩:৪৭

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ১৩৯তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে অংশ নিতে রবিবার (১৪ অক্টোবর) জেনেভায় পৌঁছেছেন। এ সময় স্পিকারকে বিমানবন্দরে স্বাগত জানান বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুইজারল্যান্ড শাখার সভাপতি গোলাম মোর্শেদ সাচ্চু, সাধারণ সম্পাদক শাহ আলম এগার এবং প্রচার সম্পাদক নিজাম উদ্দীন।

আইপিইউ ও সুইসপার্লামেন্টের আয়োজনে সুইজারল্যান্ডের জেনেভায় ১৪ থেকে ১৮ অক্টোবর এ অ্যাসেম্বলি অনুষ্ঠিত হবে।

এবারের অ্যাসেম্বলির মূল প্রতিপাদ্য ‘প্লেসিং সায়েন্স অ্যাট দ্য হার্ট অব পার্লামেন্টস, পলিসি মেকিং অ্যান্ড পিস’।

এতে বিভিন্ন দেশের ১৩শ’র অধিক সংসদ সদস্য অংশ নেবেন। অ্যাসেম্বলিতে তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন, মিথ্যা সংবাদ পরিবেশন বন্ধ, যৌন হয়রানি বন্ধ, মানবাধিকার, নিরস্ত্রীকরণ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, টেকসই উন্নয়ন এবং অভিবাসন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্তের বিষয় অন্তর্ভুক্ত হয়েছে।

এতে স্পিকারের নেতৃত্বে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অ্যাসেম্বলিতে অংশ নেবেন।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- হুইপ ইকবালুর রহিম, মো. আব্দুল কুদ্দুস এমপি, এবি তাজুল ইসলাম এমপি, মমতাজ বেগম এমপি, ডা. মো. হাবিবে মিল্লাত এমপি, কে এইচ আজিজুল হক এমপি, আশেক উল্লাহ রফিক, কামরুল লাইলা জলি, নাভানা আক্তার, মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী এমপি, শামীম হায়দার পাটোয়ারী এমপি, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার, স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, উপ-সচিব (আইপিএ) আলী আশরাফ, সংসদ বাংলাদেশ টেলিভিশনের পরিচালক প্রোগ্রাম অ্যান্ড নিউজ এস এম মঞ্জুর, পরিচালক গণসংযোগ মো. তারিক মাহমুদ, স্পিকারের সহকারী একান্ত সচিব সুয়ে মেন জো এবং হুইপ ইকবালুর রহিম এমপির একান্ত সচিব মোরারজি দেশাই বর্মণ।

সফর শেষে আগামী বৃহস্পতিবার (১৮ অক্টোবর) স্পিকার দেশে ফিরবেন।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/কেকে/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

দুবাইয়ে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রোম দূতাবাসে ‘প্রবাসী স্বার্থ ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সভা

মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘রাজশাহী কিংস’

কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত 

মোমেনের সাবেক স্ত্রী নাসিম পারভীনের মরদেহ উদ্ধার

আমিরাতে ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

পর্তুগালে ব্রাক্ষণবাড়িয়া কমিটির সভাপতি শাহাদুজ্জামান, সম্পাদক মানিক

বিএনপি-জামায়াত ধ্বংসের দ্বারপ্রান্তে: নাছিম

বাহরাইনে সাবের আহমেদের চাচা ও শাশুড়ির আত্মার মাগফেরাত কামনায় দোয়া

এই বিভাগের সব খবর

শিরোনাম :