আবার জিতলে ফরিদপুরে হবে বিশ্ববিদ্যালয়: মোশাররফ

ফরিদপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৮, ১৮:৩২

ফরিদপুর- ৩ (সদর) আসনে আবার জিতলে ফরিদপুরে পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয় করাসহ এক গুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন। বলেছেন, শুধুমাত্র উন্নয়নের জন্যই নয়, দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে আবারো সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

মঙ্গলবার বিকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ঈদগাহ মাঠে এ জনসভার আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ।

চাঁদপুর ইউনিয়নকে বোয়ালমারী উপজেলা থেকে পৃথক করে ফরিদপুর সদর উপজেলায় সংযুক্তির কথা উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘আগামী নির্বাচনে জিততে পারলে এই ইউনিয়নে কলেজ স্থাপন করব, মাতৃমঙ্গল হাসপাতাল করে দেব। আপনাদের চাঁদপুর স্কুলের নতুন ভবনের কাজ শুরু হবে শিগগিরই। আর এখানে বিদ্যুতের যে সংকট এখনো রয়েছে, তা নিরসন হবে। ’

তার আমলে ফরিদপুরের উন্নয়নের চিত্র তুলে ধরে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘গত দশ বছরে যে উন্নয়ন কাজ হয়েছে, তা বিগত ৫০ বছরেও হয়নি। আমাকে আবারো নির্বাচিত করলে ফরিদপুরের কোনো ছেলে-মেয়েকে আর উচ্চশিক্ষার জন্য জেলার বাইরে যেতে হবে না। ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করে দেব, ফরিদপুর মেডিকেল কলেজকেও মেডিকেল বিশ্ববিদ্যালয় করব।’

‘ফরিদপুরে ঢাকার মতো বিভাগীয় সদরদপ্তর করবো। সারাদেশের মধ্যে ফরিদপুরকে সবচেয়ে উন্নত জেলা হিসেবে গড়ে তুলবো।’ ফরিদপুরের সন্ত্রাস নির্মূলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে নৌকা মার্কা বিজয়ী না হলে আপনাদের ওপর মুসিবত নাজিল হবে। আমরা গত দশ বছর খুব শান্তিতে বাস করছি, এই সময়ে আমাদের ফরিদপুরে কোনো ছিনতাই-রাহাজানি হয়নি। এই শান্তির ধারা যেন ব্যাহত না হয়।’

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া বলেন, এলজিআরডিমন্ত্রীর হাতের ছোঁয়ায় ইতোমধ্যেই চাঁদপুর ইউনিয়নে ২২ কোটি টাকার উন্নয়ন কাজ শুরু হয়েছে। আগামীতে চাঁদপুরকে মডেল ইউনিয়নে পরিণত করতে সকলের প্রতি নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুন্নাহার মহিদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন টেকনোমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি যশোদাজীবন দেবনাথ, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন প্রমুখ। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ হাসান প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় কানাইপুর ইউনিয়নের খাসকান্দিতে আরো একটি জনসভায় বক্তব্য দেবেন খন্দকার মোশাররফ হোসেন।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

নড়াইলে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

এই বিভাগের সব খবর

শিরোনাম :