বার্লিনে নিষিদ্ধ ইরানের মাহান এয়ার

বার্লিনে নিষিদ্ধ ইরানের মাহান এয়ার
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৯, ১৮:৪৮

গুপ্তচরবৃত্তিতে সহায়তার অভিযোগ এনে ইরানের বেসরকারি এয়ারলাইন্স কোম্পানি মাহান এয়ারকে জার্মানির রাজধানী বার্লিনে ফ্লাইট পরিচালনায় নিষিদ্ধ করা হয়েছে। এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে সোমবার এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

সন্দেহজনক সামরিক উদ্দেশ্য ব্যবহার ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এয়ারলাইন্সটিকে নিষিদ্ধ করা হয়েছে বলে বার্লিনের তরফ থেকে জানানো হয়েছে।

জার্মান সরকারের সন্দেহ, মাহান এয়ার ইরানের রেভ্যুলুশনারি গার্ডের পক্ষে কাজ করে এবং সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত। ২০১১ সাল থেকে এয়ারলাইন্সটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আছে।

বেশ কয়েকটি ইউরোপভুক্ত দেশের অভিযোগ, ইরান ইউরোপে হামলা চালানোর পরিকল্পনা বা গুপ্তচরবৃত্তি করছে। সরকারি সূত্র জানায়, ফ্লাইটে নিষেধাজ্ঞা মানে ইরানের ওপর সাধারণ নিষেধাজ্ঞা নয়।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :