বাবার পর মেয়েও হারলেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ মার্চ ২০১৭, ২২:২৪ | প্রকাশিত : ৩০ মার্চ ২০১৭, ২২:১৩

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কুমিল্লার মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মনিরুল ইসলাম সাক্কু। আগেরবার কুমিল্লার প্রথম সিটি নির্বাচনের সাক্কুর কাছে হারেন সীমার বাবা আওয়ামী লীগ নেতা আফজল খান।

তবে ২০১২ সালের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সাক্কু্। সেবার তিনি পেয়েছিলেন ৬৫ হাজার ৫৭৭ ভোট। প্রতিদ্বন্দ্বী আফজল খান হারেন ২৯ হাজার ১০৬ ভোটের ব্যবধানে। তিনি পেয়েছিলেন ৩৬ হাজার ৪৭১ ভোট।

তবে এবার বাবার চেয়ে ভোট বেশি পেয়েছেন মেয়ে সীমা। হারের ব্যবধানও কমেছে অনেক। একই বিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় সীমা ভোট পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩টি। বাবার চেয়ে তার ভোট বেড়েছে ২০ হাজার ৫৯২টি। এবার সাক্কু পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট। এবার ভোটের ব্যবধান ১১ হাজার ৮৫টি।

কুমিল্লায় বিভিন্ন নির্বাচনে বরাবরই বিএনপি ভালো ফল করে আসছে। এর পেছনে আওয়ামী লীগের দলীয় অন্তঃকোন্দলকে অনেকটা দায়ী করে থাকে দলটি। কুমিল্লায় আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহার ও সীমার বাবা আফজল খানের দ্বন্দ্ব দীর্ঘদিনের। তবে এবার ক্ষমতাসীন দল আশা করেছিল সব দ্বন্দ্ব মিটে যাবে এবং গতবার বাবা আফজল খান হারলেও এবার নারী ভোটারদের আনুকূল্যে নির্বাচনী বৈতরণী উৎরে যাবেন মেয়ে সীমা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন বলে দলের সব নেতাকর্মীকে নৌকা মার্কায় ভোট দেবেন বলেও ধারণা করেছিলেন তারা। কিন্তু শেষমেশ সাক্কুর কাছে হার মানতে হলো সীমাকেও।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এসও/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জাপার পানি ও স্যালাইন বিতরণ

উপজেলা নির্বাচনও বর্জন করবে জনগণ: প্রিন্স

কাল্পনিক কাহিনি বানিয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন: দুদিনে আ.লীগের ১৭টি মনোনয়ন ফরম বিক্রি

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পদ প্রাপ্তি নিয়ে নানা গুঞ্জন, প্রশ্ন

গরমে অতিষ্ঠ জনসাধারণের মাঝে জাপার পানি ও স্যালাইন বিতরণ

প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর রোল মডেল, অভিযোগ রিজভীর

নেত্রীর জন্য জান নয়, সিদ্ধান্ত মানুন: দীপু মনি

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় বিএনপি, আ. লীগ করে চুরি: ইশরাক

লুটপাট লুকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :