ভোলায় ৬ হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০১৭, ১৭:৫৩
অ- অ+

ভোলায় ৬ হাজার একশত ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারজানা আক্তার এপি ও স্বামী মো. রুবেলকে আটক করেছে পুলিশ।

তাদের বাড়ি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি গ্রামে।

বুধবার সকালে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির জানান, তার নেতৃত্বে সকালে ভোলা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদে ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এসময় মজুচৌধুরী হাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা সি-ট্রাক এসটি সুকান্ত বাবু থেকে নামার সময় ফারজানা আক্তার এপি ও তার স্বামী মো. রুবেরকে আটক করে পুলিশ। পরে তাদের শরীর তল্লাশি করে ছয় প্যাকেটে মোট ৬ হাজার একশত ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, ফারজানা আক্তার এপির বাবার বাড়ি কক্সবাজার এলাকায়। এ সুবাদে এরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে ভোলায় বিক্রি করছিল। রুবেল মাদক ব্যবসার জন্য নিরাপদ মাধ্যম হিসেবে তার স্ত্রী ফারজানাকে ব্যবহার করত।

ভোলার সহকারী পুলিশ সুপার সাইফ উদ্দিন শাহিন জানান, এদের বিরুদ্ধে ভোলা থানায় মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭মে/প্রতিনিধি/এলএ)ু

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিতুমীর কলেজের দুই হলে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগিরই বৈঠক: আলী রীয়াজ
স্থানীয় নির্বাচন আগে দেওয়া মানে রাজনীতিবিদদের অবিশ্বাস করা: রিজভী
প্রশাসনে এখনো সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়নি: এবি পার্টি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা