মির্জাপুরে ঢাকাটাইমসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ মে ২০১৭, ২৩:৩৫ | প্রকাশিত : ২৫ মে ২০১৭, ২২:২১

টাঙ্গাইলের মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনলাইন নিউজপোর্টাল ঢাকাটাইমসের পঞ্চম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক, রাজনৈতিক দলের প্রতিনিধি, সিভিল ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে কেক কাটা হয়। পরে আলোচনা সভা শেষে নৈশ্যভোজের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন- মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন, টাঙ্গাইল জেলা পুলিশের এএসপি (মির্জাপুর সার্কেল) মো. সাহাদত হোসেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) এসএম তুহিন, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মো. বাবুল খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র মোশারফ হোসেন মনি, পৌর বিএনপি সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা জাতীয় পার্টি সভাপতি আবু আহম্মদ প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঢাকাটাইমসের মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন।

আলোচনা সভায় বক্তারা শুরু থেকে ঢাকাটাইমসে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় সম্পাদক আরিফুর রহমান দোলন ও মির্জাপুর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের প্রশংসা করেন। এছাড়া ভবিষ্যতে ঢাকাটাইমসের সমৃদ্ধি কামনা করেন তারা।

এছাড়া জন্মদিনের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জহির, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, সাবেক কাউন্সিলর হাজী মো. সিরাজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন, সম্পাদক আমিনুর রহমান আকন্দ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহিনুর রহমান খান, সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মিয়া. ইত্তেফাকের সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল, জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা নিরঞ্জন পাল, প্রথম আলো প্রতিনিধি সোহেল মোহসীন শিপন, ভোরের কাগজ প্রতিনিধি জহিরুল ইসলাম শেলী, নয়াদিগন্ত প্রতিনিধি হারুন অর রশিদ, ভোরের ডাক প্রতিনিধি খাইরুল করিম পাপন, হারুন অর রশিদ, প্রেসক্লাব সম্পাদক এস এস এরশাদ প্রমুখ।

নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর অনলাইনভিত্তিক এই সংবাদ মাধ্যমটি। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় রাখার কথা বলেন সম্পাদকের পক্ষ থেকে পত্রিকাটির মির্জাপুর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৪ মে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল জনপ্রিয় এই নিউজপোর্টালটি।

যুগের সঙ্গে তাল মিলিয়ে পাঠকদের পছন্দ ও চাহিদার প্রতি নজর রেখে এরই মধ্যে দুবার সাজ-সজ্জায় পরিবর্তন এনেছে এই অনলাইন পত্রিকাটি।

(ঢাকাটাইমস/২৫মে/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

গণমাধ্যমকর্মী আইন নিয়ে অংশীজদের মতামত নেয়া শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

ডিএসইসির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

‘সাংবাদিক আর ইউটিউবার বা ব্লগারের বিভাজন’

চতুর্থ মেয়াদে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ

সাংবাদিক ফরিদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ক্র্যাবের আল্টিমেটাম

সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নতুন সভাপতি মুক্তাদির, সম্পাদক জাওহার

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

এই বিভাগের সব খবর

শিরোনাম :