কালকিনিতে বজ্রপাতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০১৭, ১৯:২৬
অ- অ+
ফাইল ছবি

বৃষ্টির মধ্যে জমিতে কাজ করতে গিয়ে মাদারীপুরের কালকিনিতে ব্রজপাতে মারা গেছেন সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্য। তার নাম আবদুর রহিম সরদার (৬৫)। তিনি এনায়েতনগরের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।

এলাকা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার আলীপুর গ্রামের আবদুর রহমান সরদারের ছেলে সাবেক ইউপি সদস্য আবদুর রহিম বৃষ্টির মধ্যে পাটের জমিতে কাজ করতে যান। এসময় হঠাৎ করে তার ওপর বজ্রপাত ঘটে। এতে করে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে পূর্ব এনায়েতনগর ইউপি চেয়ারম্যান রেহেনা নেয়ামুল আকন বলেন, তিনি মাঠে কাজ করতে গেলে বজ্রপাতে মারা যান।

(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা