স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০১৭, ২১:১৯
অ- অ+
ফাইল ছবি

গাইবান্ধা সদর উপজেলার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর উপজেলার তুলসিঘাট এলাকা থেকে সোমবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার সাহাপাড়া ইউনিয়নের কোমরপুর তুলসিঘাট এলাকার মামুন ও একই ইউনিয়নের তুলসিঘাটের শাহিন মিয়া।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদি হাসান ঢাকাটাইমসকে জানান, উপজেলার তুলসিঘাটে মামুন মিয়ার ‘মা স্টুডিও’ নামে একটি প্রতিষ্ঠান আছে। ওই স্কুলছাত্রী গত ২৫ মে বিকালে মা স্টুডিওতে ছবি উঠাতে যায়। এ সময় স্টুডিওর মালিক মামুন মিয়া ফুসলিয়ে তাকে পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

ওসি আরো জানান, এ ঘটনায় মেয়েটির বাবা সোমবার সন্ধ্যার আগে মামুন মিয়া ও তার ঘনিষ্ট বন্ধু শাহিন মিয়া এবং বাড়ির মালিক জোসনা বেগমসহ তিনজনকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দেন। এরই প্রেক্ষিতে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জোসনা বেগমকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তারদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা