নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০১৭, ২৩:৩৪
অ- অ+

আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে গাইবান্ধার সাঘাটা উপজেলায় নদীতে গোসল করতে নেমে নুর বানু (১৩) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। সোমবার দুপুরে পদুমশহর ইউনিয়নের নয়াবন্দর এলাকার আলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। রাত ১০টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নুর বানুর বাড়ি দিনাজপুর জেলায়। সে নয়াবন্দর এলাকায় ফুফুর সাথে বেড়াতে এসেছিল।

গাইবান্ধা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর বানু নয়াবন্দর এলাকায় ফুফুর সাথে বেড়াতে এসেছিল। সোমবার দুপুরে নুর বানুসহ আরো দুইজন আলাই নদীতে গোসল করতে নামে। এসময় অপর দুইজন নদী থেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নুর বানু পানিতে তলিয়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। রাত ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর পর আজকের মত অভিযান সমাপ্ত করে। মঙ্গলবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইনডিপেনডেন্ট আইএফআরএস এস-১ ও এস-২ রিপোর্ট প্রকাশ করল ব্র্যাক ব্যাংক
আজ ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের
র‌্যাবে গুরুত্বপূর্ণ রদবদল: গোয়েন্দা, অপারেশন এবং র‌্যাব-১ এ নতুন নেতৃত্ব
হাসপাতালে যাওয়ার সময় সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা