গজারিয়ায় কাভার্ডভ্যান চাপায় দুই শ্রমিক নিহত

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০১৭, ১২:১৫| আপডেট : ০২ জুন ২০১৭, ১৪:০০
অ- অ+

মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যানচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. ইব্রাহিম মিয়া ও জাহিদ হোসেন।

আহতরা হলেন- সোহেল মিয়া, জাহিদউল্লাহ, মশিউর রহমান, কামরুল ইসলাম, খায়রুল আলম ও শরীফুল আলম। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসকোয়ার ইলেকট্রনিক্স কোম্পানির দৈনিক মজুরিভিত্তিক কয়েকজন শ্রমিক মহাসড়ক পার হচ্ছিল। এ সময় কুমিল্লাগামী একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই মো. ইব্রাহিম মিয়া ও জাহিদ হোসেন নিহত হয়। আহত হন আরও ছয়জন।

গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. আবুল হাশেম মুন্সী জানান, আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান ও চালক মনির হোসেন পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২জুন/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাজিরায় মা ও সৎবাবার নির্যাতনে শিশুর মৃত্যু
অভিনেত্রী শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিলো ডিবি 
বগুড়ায় আ.লীগ, জাতীয় পার্টি ও জাসদ অফিস গুঁড়িয়ে দিয়েছে জনতা
রাজশাহীর সাবেক মেয়র লিটনের বাড়ি গুঁড়িয়ে দিল জনতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা