বাকৃবি শিক্ষার্থীদের বিদেশে ইন্টার্নশিপ

বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০১৭, ১৮:২০
অ- অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে এই প্রথম বিদেশে ইন্টার্নশিপ করতে যাচ্ছে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। তিন মাস মেয়াদী এই ইন্টার্নশিপে অনুষদের মোট ১৭ জন শিক্ষার্থী জাপান, থাইল্যান্ড ও নেপালে যাবে।

সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের কনফারেন্স হলে ‘বিদেশি ভেন্যুর ইন্টার্নশিপের উদ্বোধন’ শীর্ষক এক সেমিনারে এসব তথ্য জানানো হয়।

প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থীরা তিন মাস মেয়াদী ইন্টার্নশিপে অংশ নেয়।

এবার অনুষদের মোট ১৬০ জন শিক্ষার্থীর মধ্যে ওই ১৭ জন শিক্ষার্থী প্রথমবারের মত বিদেশে ইন্টার্নশিপ করার সুযোগ পায়। এদের মধ্যে থাইল্যান্ডে ১০, নেপালে ৫ এবং জাপানে ২ জন শিক্ষার্থী ওই তিন দেশে অবস্থান করবেন।

‘বিদেশি ভেন্যুর ইন্টার্নশিপের উদ্বোধন’ ওই সেমিনারে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

(ঢাকাটাইমস/৫জুন/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান বিচারপতির সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, থাকছে শতভাগ পর্যন্ত স্কলারশিপ
দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা