মাগুরায় কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০১৭, ১৫:৩৩| আপডেট : ০৬ জুন ২০১৭, ১৫:৪৬
অ- অ+

মাগুরায় রুবাইদুল ইসলাম (৪২) নামে এক কৃষকলীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে মাগুরা শহরের দরি মাগুরা একালাকায় তার উপর এ হামলার ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুবাইদুল ইসলামের চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক রানা আমির ওসমান জানান, রাত ১০টার দিকে পাওনা টাকা দেয়ার কথা বলে দুর্বৃত্তরা তাকে শহরের নতুন বাজার দরিমাগুরা এলাকায় ডেকে নিয়ে যায়। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আটটিসহ শরীরের বিভিন্ন স্থানে ১৭/১৮ টি কোপ দেয়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য মাগুরা আড়াইশ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অচেতন অবস্থায় তার চিকিৎসা চলছে বলে জানান রানা আমির ওসমান।

সদর থানার ওসি তদন্ত হোসেন আল মাহবুব জানান, পুলিশ বিষয়টি তদন্ত ও হামলাকারীদের গ্রেপ্তারের অভিযান চলছে।

মাগুরা শহরের ভায়না এলাকার বাসিন্দা রুবাইদুল ইসলাম (৪২) জেলা কৃষক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলে জানান জেলা কৃষক লীগের সভাপতি মিরুল ইসলাম।

(ঢাকাটাইমস/০৬জুন/প্রতিনিধি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জলবায়ু উদ্বাস্তু ৮ হাজার পরিবার সাতক্ষীরা শহরে এসে নতুন ফাঁদে
সাউথইস্ট ব্যাংক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন
সিটি ব্যাংক ও আইবিএ-ঢাবির যৌথভাবে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’-এর চুক্তি 
ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা